
পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুতেই হার। দিল্লি ক্যাপিটালসের কাছে হারল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস সবাইকে চমকে দিল।

ঈশান কিষাণ এদিন ৪৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেললেন। রোহিত শর্মা করলেন ৩২ বলে ৪১ রান।

ঈশান কিষাণের দাপটে এদিন মুম্বই প্রথমে ব্যাট করে তোলে ১৭৭ রান। জবাবে দিল্লি ক্যাপিটালস ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।

ঈশান কিষাণ যেন এদিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। রোহিত শর্মা এদিন আরও একটি রেকর্ড করলেন। আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় হিটম্যান উঠে এলেন ২ নম্বরে।

১৭৭ রান ব্রেবোর্ন স্টেডিয়ামের এই উইকেটে খারাপ স্কোর নয়। তবে মুম্বইয়ের বোলাররা দিল্লির ব্যাটারদের রুখতে পারলেন না। অক্ষর প্যাটেল ও ললিত যাদবের জুটি দিল্লিকে জেতাল। অক্ষর করলেন ১৭ বলে ৩৮। ললিত ৩৮ বলে ৪৮।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Capitals, IPL 2022, Mumbai Indians