হোম /খবর /খেলা /
১৬ মার্চ ২০১২: আজকের তারিখেই সচিন করেছিলেন সেঞ্চুরির সেঞ্চুরি!

১৬ মার্চ ২০১২: আজকের তারিখেই সচিন করেছিলেন সেঞ্চুরির সেঞ্চুরি!

March 16 in 2012 Sachin Tendulkar Becomes Only Player to Reach 100 International Tons

March 16 in 2012 Sachin Tendulkar Becomes Only Player to Reach 100 International Tons

সচিনই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি ১০০টি শতরানের মালিক৷ এখনও পর্যন্ত তিনিই প্রথম আর তিনিই শেষ৷ এই মাইলস্টোন আর কোনও ব্যাটসম্যান স্পর্শ করতে পারেনি৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: একজন ব্যাটসম্যান হিসাবে যা যা রেকর্ড করা সম্ভব, তার সবই রয়েছে 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ঝুলিতে৷ সচিনের কিছু রেকর্ড আজও অক্ষত রয়েছে৷ তার মধ্যে অন্যতম সেঞ্চুরির সেঞ্চুরি৷ সচিনই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি ১০০টি শতরানের মালিক৷ এখনও পর্যন্ত তিনিই প্রথম আর তিনিই শেষ৷ এই মাইলস্টোন আর কোনও ব্যাটসম্যান স্পর্শ করতে পারেনি৷

ক্যালেন্ডার বলছে আজ থেকে ঠিক ৯ বছর আগে আজকের তারিখেই (১৬ মার্চ ২০১২) সচিন কেরিয়ারের বহু প্রতীক্ষিত শততম শতরান করেন৷ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ছিল সেটি৷ মুশফিকুর রহিমের বাংলাদেশের বিরুদ্ধে এমএস ধোনির ভারত খেলতে নেমেছিল ঢাকার মীরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে৷

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান মুশফিকুর৷ গৌতম গম্ভীরকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার৷ ২০৫ মিনিট ক্রিজে কাটিয়ে সচিনের ব্যাট থেকে এসেছিল ১৪৭ বলে ১১৪ রান৷ ডজন চার ও একটি ছয়ে নিজের ইনিংস সাজান মুম্বইকর৷ দুর্ভাগ্যবশত ম্যাচটি ভারতকে সেদিন ৫ উইকেটে হারতে হয়েছিল৷ কিন্তু বাংলাদেশে সচিন লিখেছিলেন বাইশ গজের এক অনন্য ইতিহাস৷

সচিন তাঁর কেরিয়ারে ৯৯ নম্বর সেঞ্চুরি করার পর থেকেই একটা চাপের বলয়ের মধ্যে ঢুকে গিয়েছিলেন৷ প্রতি ম্যাচেই তাঁর ওপর ১০০ নম্বর সেঞ্চুরি করার প্রত্যাশা করতেন ফ্যানেরা৷ সচিন পরে মেনেও নেন যে, তাঁর কেরিয়ারে ১০০ নম্বর সেঞ্চুরিই ছিল সবচেয়ে কঠিন৷ তিনি বলেছিলেন, "আমি যখন দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে ৯৯ নম্বর সেঞ্চুরি করি, তখন কেউ ১০০ সেঞ্চুরি নিয়ে কথা বলেনি৷ আমার ভাললাগত যদি নিজের ইচ্ছায় সেঞ্চুরি করতে পারতাম৷ সেঞ্চুরি করা সহজ নয়৷ এটা কখনই নিজের চাওয়ার ওপর হয় না৷ ৯৯ নম্বর সেঞ্চুরি করেও এই অভিজ্ঞতাই হয়েছিল আমার৷ ১০০ সেঞ্চুরি এতটা সহজ ছিল না৷ সম্ভবত সবচেয়ে কঠিন ছিল এটা!"

Published by:Subhapam Saha
First published:

Tags: Sachin Tendulkar