• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • জল মিলল না, অলিম্পিক ট্র্যাকে অজ্ঞান হয়ে পড়লেন ভারতীয় অ্যাথলিট

জল মিলল না, অলিম্পিক ট্র্যাকে অজ্ঞান হয়ে পড়লেন ভারতীয় অ্যাথলিট

সিন্ধু পেলেন রুপো ৷ সাক্ষী ছিনিয়ে নিলেন ব্রোঞ্জ ৷ আর অলিম্পিকে জলও জুটল না ম্যারাথনার ও পি জৈশার !

সিন্ধু পেলেন রুপো ৷ সাক্ষী ছিনিয়ে নিলেন ব্রোঞ্জ ৷ আর অলিম্পিকে জলও জুটল না ম্যারাথনার ও পি জৈশার !

সিন্ধু পেলেন রুপো ৷ সাক্ষী ছিনিয়ে নিলেন ব্রোঞ্জ ৷ আর অলিম্পিকে জলও জুটল না ম্যারাথনার ও পি জৈশার !

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #রিও দি জেনেইরো: সিন্ধু পেলেন রুপো ৷ সাক্ষী ছিনিয়ে নিলেন ব্রোঞ্জ ৷ আর অলিম্পিকে জলও জুটল না ম্যারাথনার ও পি জৈশার ! ঠিক এরকমই ঘটল ৷ অলিম্পিকের ম্যারাথন দৌড়ে জল না পেয়ে ট্র্যাকেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন ভারতীয় অ্যাথলিট ও পি জৈশা ৷

  টানা ৪২ কিমি দৌড় ৷ আড়াই কিমি ছাড়া ছাড়া বিশেষ স্টেশন থেকে ম্যারথনে অ্যাথলিটদের জল দেওয়ার নিয়ম ৷ কিন্তু এই নিয়ম মানা হল না একমাত্র ভারতীয় অ্যাথলিট জন্য ৷ ফলাফল ট্র্যাকেই অজ্ঞান হয়ে পড়লেন জৈশা

  অলিম্পিকের শেষ দিনে ম্যারাথনে ভারতের হয়ে ট্র্যাকে দৌড়াচ্ছিলেন ওপি জৌশা ৷ জাতীয় স্তরে জৈশা রেকর্ডধারী অ্যাথলিট ৷ এর আগে বেজিং অলম্পিকেও ভারতের হয়ে দৌড়েছিলেন ওপি ৷ তবে শুধু জলের কারণে রিও অলিম্পিকে বিপদে পড়লেন তিনি ৷ দৌড়াতে দৌড়াতে বহুবার জলের জন্য আর্তি করেছিলেন ওপি ৷ কিন্তু অন্যান্য দেশের অ্যাথলিটদের জন্য জল হাতে ভলিন্টিয়ার থাকলেও, ওপি জৈশার জন্য ছিলেন না কেউ ৷

  শত জল তেষ্ঠা পেলেও, অন্য দেশের ভলেন্টিয়ারদের থেকে জল নিতে পারবেন না ওপি ৷ এটাই নাকি অলিম্পিকের নিয়ম ৷ জৈশা নিয়ম ভাঙলেন না ৷ বরং নিয়ম ভাঙল অলিম্পিকে যাওয়া ভারতীয় প্রতিনিধি দল ৷  সিন্ধু, দীপা, সাক্ষীর খবরে যখন দেশবাসী মত্ত, সেখানে শুধুমাত্র জল না পাওয়ায় অলিম্পিকে নিজের দৌড় শেষই করতে পারল না দেশের মেয়ে ওপি জৈশা ৷

  First published: