#কলকাতা: বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার ৷ ক্রিকেট কেরিয়ারের ইতিও টানলেন নিজস্ব স্টাইলেই ৷ রাঁচির ছেলে মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে পা ২০০৪-এ ৷ সৌরভের নেতৃত্বেই তাঁর ক্রিকেট কেরিয়ারের শুরু ৷ জীবনের প্রথম ইনিংসে করেছিলেন ০ রান ৷ তারপরেও সেইভাবে রান পাচ্ছিলেন না ৷ কিন্তু পাকিস্তান সফরে গিয়েই নিজের জাত চেনালেন ধোনি ৷ টেস্ট ক্রিকেটে সুযোগ পান ২০০৫-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ধীর গতিতে কেরিয়ার শুরু করলেও বুঝিয়ে দেন, তিনি হতে চলেছেন লম্বা রেসের ঘোড়া।
টি২০ এবং ৫০ ওভার ৷ ক্রিকেটের দুই ফর্ম্যাটের বিশ্বকাপই দেশকে এনে দিয়েছেন ধোনি ৷ তাঁর নেতৃত্বে ২০০৭ প্রথম টি২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত ৷ ওয়াংখেড়েতে ক্যাপ্টেন কুলের সেই ‘উইনিং সিক্সার’ এখনও কেউ ভুলতে পারেননি ৷
View this post on InstagramThanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
ব্যাট হাতে যেমন দলের অন্যতম ভরসা, উইকেটের পিছনে তেমনই তাঁর ক্ষিপ্রতা অবাক চোখে দেখত গোটা বিশ্ব। কোনও ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে এগিয়ে বল মিস করলেই চোখের পলক পড়ার আগেই দেখতেন তিনি আউট। তাঁর ক্রিকেটীয় মস্তিস্ক ছিল তুখোড় ৷ টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, একদিনের বিশ্বকাপ একের পর এক আইসিসি ট্রফি এসেছে তাঁর পকেটে। ধোনির নেতৃত্বেই টেস্টে ভারত এক নম্বর স্থানও অধিকার করে ৷ কে জানত ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচই তাঁর দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ হবে ৷ ব্যাট হাতে ঝড় তুলে যেমন এসেছিলেন ৷ তেমনি বিদায় নিলেন মুকেশের ‘ম্যায় পল দো পল কা শায়ার থা...’ গানে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MS Dhoni