#IPL2019: ‘আমি যদি বলে দিই কী করে প্লে অফে যেতে হয়, তাহলে আর CSK আর আমায় কিনবে না’ বিস্ফোরক ধোনি

আইপিএলের প্লে অফ কার্যত নিশ্চিত সিএসকে-র

Bangla Editor | News18 Bangla
Updated:Apr 24, 2019 03:12 PM IST
#IPL2019: ‘আমি যদি বলে দিই কী করে প্লে অফে যেতে হয়, তাহলে আর CSK আর আমায় কিনবে না’ বিস্ফোরক ধোনি
Photo- AFP
Bangla Editor | News18 Bangla
Updated:Apr 24, 2019 03:12 PM IST

#চেন্নাই :  চেন্নাই সুপার কিংস রেকর্ড সংখ্যক বার আইপিএলের প্লে অফে গেছে ৷ মানে আইপিএলের যতগুলি এডিশনে চেন্নাই ছিল প্রতিবারই তারা প্লে অফ খেলার নজির গড়েছে ৷ মিলিয়ন ডলার এই টুর্নামেন্টের প্লেঅফে নিয়ে যাওয়ার নায়ক মহেন্দ্র সিং ধোনিও ৷ কারণ তিনিই প্রতিবার ছিলেন অধিনায়ক ৷

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে শেন ওয়াটসন দুরন্ত ৯৬ রান করেন ৷ আর মূলত এই পারফরম্যান্সে ভর দিয়ে ৬ উইকেটে ম্যাচ জেতে চেন্নাই ৷ আর এই জয়ের পর আবার লিগ টেবলের এক নম্বর জায়গা ফিরে পেয়েছে ৷ কার্যত তারা প্লেঅফে জায়গা পাকাও করে ফেলল এই জয়ের সঙ্গে সঙ্গে ৷

যেটুকু এটা সেটা রয়েছে তা কাটিয়ে দিতে পারলে ১২ মরশুমের ১০ বারই প্লে অফে গেছে ৷ আর ২ বছর আইপিএলে-র থেকে নির্বাসিত ছিল সিএসকে ৷ এ হেন দলের অধিনায়ক তো কলার উঁচিয়ে ঘুরবেনই ৷ কী করে প্রতিবার দলকে প্লে অফে নিয়ে যান ধোনি এই প্রশ্নের উত্তরে মাহি বলেন , ‘‘আমি যদি সকলকে বলে দিই, তাহলে সিএসকে আর আমাকে নিলাম থেকে কিনবে না ৷ এটা একটা ট্রেড সিক্রেট ৷ দর্শকের সমর্থন এবং কর্ণধারদের সমর্থন এর জন্য দু‘টো খুব বড় কারণ ৷’

আরও পড়ুন - সচিনের জন্মদিনে দেখে নিন এক না দেখা ছবির অ্যালবাম

ধোনি আরও বলেছেন, ‘‘ সাপোর্ট স্টাফরাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ দলের আবহাওয়া ও সকলের ওপর ভালো প্রভাব থাকে ৷ যতদিন না অবসর নিচ্ছি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না ৷ ’’

Loading...

আরও  দেখুন

 

First published: 03:12:11 PM Apr 24, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर