corona virus btn
corona virus btn
Loading

নতুন হেয়ার স্টাইলে ধোনি, কেমন হল নয়া লুক? দেখুন

নতুন হেয়ার স্টাইলে ধোনি, কেমন হল নয়া লুক? দেখুন

ঝাড়খন্ডে এক অনুষ্ঠানে নেয়া হেয়ারস্টাইলে মহেন্দ্র সিং ধোনি। হাসিমুখে প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

  • Share this:

# রাঁচি: নতুন হেয়ার স্টাইলে মাহি৷ মহেন্দ্র সিং ধোনির নিউ লুক। স্পাইক কাটে প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ক্লিন শেভড। ঝাড়খণ্ডের একটি অনুষ্ঠানে নতুন লুকে দেখা গেল ধোনিকে। অনুষ্ঠানে সাদা জামার সঙ্গে ব্লেজার পরে যান তিনি। অনুষ্ঠানে কচিকাঁচাদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ধোনিকে। হাসিমুখে বাচ্চাদের আবদার মেটান। ধোনিকে যখন সংবর্ধনা দেওয়া হয় সেই সময় স্টেডিয়ামজুড়ে ধোনি ধোনি রব ওঠে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অনুষ্ঠানে দেখা যায়। ধোনির লুক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে চর্চা হয়েছে। মাঝেমধ্যেই নিজের হেয়ার স্টাইল  পরিবর্তন করতে ভালোবাসেন  মাহি।  অন্যদিকে ধোনির একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে বলিদান ব্যাচের যে লোগো সেটি তার টি শার্টে আছে। সেনার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা থেকে ধোনি সবসময়ই তার পোশাকে এই লোগোটি ব্যবহার করে থাকেন। বিশ্বকাপের সময় গ্লাভস ব্যবহার করেন। তবে সেই সময় লোগো ব্যবহার নিয়ে আইসিসি আপত্তি তোলায় পরবর্তী সময় বলিদান লোগো ছাড়াই গ্লাভস পরে খেলেন মাহি।ধোনি1

বিশ্বকাপ শেষেই টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের সঙ্গে দু’মাস ট্রেনিং করেন। অশান্ত কাশ্মীরে সেনাদের সঙ্গে ছিলেন তিনি। একটি বিশেষ ইউনিটের সঙ্গে ট্রেনিংও করেন । ২০১৫ সালে ধোনি পাঁচটি প্যারাশ্যুট জাম্প কমপ্লিট করেছিলেন ৷ আগ্রা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় আর্মির যুদ্ধ বিমান থেকে এই কাজ করেছিলেন তিনি ৷  বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর থেকে ধোনির অবসর জল্পনা আরও স্পষ্ট হয়েছে। তবে ঝাড়খণ্ড রণজি দলের সঙ্গে ধোনিকে ট্রেনিং করতে দেখা গিয়েছে। সাদা বলে অনুশীলন করছেন তিনি।ধোনি

নেটে ধোনিকে দেখে খুশি ঝাড়খণ্ড রণজি দলের কোচ। আইপিএলে ধোনি খেলবেন এটা নিশ্চিত। তবে ভারতীয় জার্সিতে আর ফিরবেন কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ধোনিকে নিয়ে আর মুখ খুলতে নারাজ। প্রাক্তন ভারত ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ কী? একমাত্র ধোনিই জানেন সেই প্রশ্নের উত্তর।ধোনি3

Published by: Pooja Basu
First published: January 23, 2020, 9:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर