corona virus btn
corona virus btn
Loading

অধিনায়কত্ব কেন ছাড়লেন ধোনি ? জানালেন নিজেই.....

অধিনায়কত্ব কেন ছাড়লেন ধোনি ? জানালেন নিজেই.....

‘‘ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে ফলাফলের পর থেকেই অধিনায়কত্ব ছাড়ার ভাবনা ঘোরাফেরা করছিল ৷’’

  • Share this:

#মুম্বই:  বিরাটের নেতৃত্বে ভারত সাম্প্রতিককালে যতোই ভাল ফল করুক না কেন ৷ ভারতকে দু-দু’টো বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে হঠাৎ করে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হজম হয়নি অনেকেরই ৷ ওয়ান ডে এবং টি২০-তে অধিনায়ক তিনি এবং টেস্টে বিরাট ৷ এই কম্বিনেশন তো ভালই চলছিল ৷ হঠাৎ করে তাহলে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত কেন ধোনির ৷ সাংবাদিক সম্মেলনে শুক্রবার সব প্রশ্নেরই জবাব দিয়েছেন মাহি ৷ জানালেন, ‘‘ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে ফলাফলের পর থেকেই অধিনায়কত্ব ছাড়ার ভাবনা ঘোরাফেরা করছিল। তবে কোহলি টেস্টের দায়িত্ব নেওয়ার পরেই এই ভাবনা আরও জোরদার হয়। বিশ্বকাপের আগে কোহলিকে সময় দিতে চেয়েছিলাম। সেজন্যই এই সময়েই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিই। দ্বৈত অধিনায়কত্বের নীতিতে আমি বিশ্বাস করি না ৷ যে কোনও টিমের একজনই নেতা হয় বলে আমি মনে করি৷’’ মাহি আরও বলেন, ‘‘ জাতীয় দলের হয়ে খেলা সবসময় উপভোগ করেছি। যখন প্রথম ভারতীয় দলে সুযোগ পাই, তখনও দলে অনেক সিনিয়র ছিল। আমাদের কর্তব্য ছিল ক্রিকেটারদের অবসরের পর যেন এই ব্যাটন-বদল পর্বটা মসৃণভাবে ঘটে।’’

১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ ৷ সেখানেই বহু বছর পর আবার দলের সাধারণ সদস্য হিসেবে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ কারণ ক্যাপ্টেন্সির ট্যাগ তখন আর থাকবে না তাঁর৷ বিরাটের নেতৃত্বে তাঁর খেলতে যে কোনও অসুবিধা নেই ৷ এদিন সাংবাদিক সম্মেলনে সেটা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন ধোনি ৷ এমনকী, তাঁর ব্যাটিং অর্ডার ঠিক করার দায়িত্বও বিরাটের উপরই ছেড়ে দিয়েছেন ৷ ধোনি এদিন বলেন, ‘‘একজন ক্রিকেটার হিসাবে বিরাটকে যত সাহায্য করতে পারব, ততই দেশের ক্রিকেটের পক্ষে মঙ্গল। আমার প্রথম ফোকাসই থাকবে কোহলিকে দলের প্রয়োজনে সবরকম সহায়তা করা।’’
First published: January 13, 2017, 5:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर