#রায়পুর: সরকারি স্কুল শিক্ষকের চাকরির জন্য আবেদন করেছেন মহেন্দ্র সিং ধোনি৷ এটুকু পড়ে যদি চমকে ওঠেন তাহলে আরও চমক বাকি আছে৷ কারণ যে মহেন্দ্র সিং ধোনি চাকরির জন্য আবেদন করেছেন, নথি অনুযায়ী তাঁর বাবার নাম সচিন তেন্ডুলকর৷ আরও বড় চমক হল, ছত্তীসগড়ের রায়পুরে স্কুলে চাকরির ইন্টারভিউতেও ডাক পেয়েছেন এ হেন মহেন্দ্র সিং ধোনি৷ যে খবর সামনে আসার পর সবার চোখ কপালে উঠেছে৷
ছত্তীসগড়ে ১৪৮৫০ জন শিক্ষক নিয়োগ করা হবে৷ কিন্তু অনেকদিন ধরেই সেই নিয়োগ আটকে ছিল৷ ফের প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা শুরু হয়৷ রাজধানী রায়পুরে শুক্রবার ১৫ জনের ইন্টারভিউ নেওয়া হয়৷ কিন্তু তালিকায় নাম থাকা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনি নামে ওই সন্দেহভাজন প্রার্থী উপস্থিত হননি৷ তখনই তাঁর আবেদনপত্রে দেওয়া তথ্য দেখে অবাক হয়ে যান সরকারি আধিকারিকরা৷ সন্দেহ দূর করতে ওই প্রার্থীর আবেদনপত্রে দেওয়া নম্বরে ফোনও করা হয়৷ কিন্তু তাতেও সাড়া মেলেনি৷ এর পরই সরকারি আধিকারিকরা কার্যত নিশ্চিত হয়ে যান, মহেন্দ্র সিং ধোনির নামে আসলে ভুয়ো আবেদন করা হয়েছে৷ কিন্তু ওই ভুয়ো আবেদনকারীর নাম কীভাবে ইন্টারভিউ পর্ব পর্যন্ত পৌঁছল, তা ভেবেই অবাক হচ্ছেন সরকারি আধিকারিকরা৷
মহেন্দ্র সিং ধোনি নামে ওই আবেদনকারীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দুর্গের সিএসভিটিইউ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন৷ মহেন্দ্র সিং ধোনি নামে ওই আবেদনকারীর নাম তালিকায় দেখে দ্রুত তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন অন্যান্য চাকরিপ্রার্থীরা৷ সরকারি আধিকারিকরা ওই ভুয়ো প্রার্থীর নামে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন৷ তদন্ত হলেই হয়তো জানা যাবে, সচিন তেন্ডুলকরের ছেলে মহেন্দ্র সিং ধোনি আসলে কে এবং তাঁর নাম কীভাবে এত দূর পৌঁছল!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chattisgarh, MS Dhoni, Sachin Tendulkar