হোম /খবর /খেলা /
লখনউ চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দুর্ধর্ষ মুম্বইকে, জমজমাট লড়াই আইপিএলে

LSG vs MI: লখনউ চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দুর্ধর্ষ মুম্বইকে, জমজমাট লড়াই আইপিএলে

সূর্য কুমারের বিরুদ্ধে ভরসা বিষ্ণই

সূর্য কুমারের বিরুদ্ধে ভরসা বিষ্ণই

  • Share this:

লখনউ: সূর্যর ফর্ম মুম্বই ব্যাটিংকে শক্তিশালী করলেও অধিনায়ক রোহিতকে নিয়ে উদ্বেগ থাকছে। গুজরাতের বিরুদ্ধে বড় রান না পেলেও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন হিটম্যান। ঈশান কিষান অবশ্য ছন্দে ফিরেছেন। এদিকে, তিলক ভার্মার অভাব অবশ্য ঢেকে দিয়েছেন নেহাল ওয়াদেহরা। মঙ্গলবার একানা স্টেডিয়ামে স্পিনাররাই দাপট দেখাবেন বলে মনে করা হচ্ছে। ফলে, দুই দলের স্পিনারদের দিকে তাকিয়ে সমর্থকরা।

লখনউয়ের সফলতম বোলার লেগ স্পিনার রবি বিষ্ণোই। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে অস্থায়ী অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও রয়েছেন উইকেটের মধ্যে। কন্ডিশন বুঝে ব্যবহার করা হতে পারে বর্ষীয়ান অমিত মিশ্রকে। মুম্বইয়েরও স্পিন বিভাগে প্রাচুর্যের অভাব নেই। অভিজ্ঞ লেগ স্পিনার পীযূষ চাওলার পকেটে রয়েছে ১৯ উইকেট। চলতি আসরে বোলারদের তালিকায় উপরের দিকেই রয়েছেন তিনি।

বাঁহাতি স্পিনার কুমার কার্তিকেয় মুম্বইয়ের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুই উইকেট নিয়েছেন। ফলে দুই দলের স্পিনারদের টক্কর জমজমাট হতে চলেছে। দুই দলই শেষ ম্যাচ জিতেছে। সূর্যকুমার যাদবের সেঞ্চুরির সুবাদে গুজরাতকে হারিয়েছে মুম্বই। আর প্রেরক মানকড়, মার্কাস স্টোইনিসের ব্যাটে ভর করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতেছে লখনউ। ফলে জেতার আত্মবিশ্বাস সঙ্গী দু’দলেরই।

লোকেশ রাহুল ছিটকে গেলেও লখনউয়ের ব্যাটিং রীতিমতো ওজনদার। কুইন্টন ডি’কক, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান তো আছেনই, ভরসা জুগিয়েছেন প্রেরক মানকড়ও। -অফের সম্ভাবনা উজ্জ্বল উভয় দলেরই। পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ নিয়ে তাই আগ্রহ বাড়ছে ক্রিকেটমহলে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট রোহিত শর্মার দলের। সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট লখনউয়ের। এই আবহে শেষ চারে জায়গা করার জন্য মরিয়া দুই দলই।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: LSG, Mumbai Indians