corona virus btn
corona virus btn
Loading

শহরের পর এবার মাঠের নামও বদল করলেন যোগী আদিত্যনাথ !

শহরের পর এবার মাঠের নামও বদল করলেন যোগী আদিত্যনাথ !
Lucknow Cricket Stadium
  • Share this:

#লখনউ: কোনও শহরের নাম বদলে তাঁর যথেষ্ট ‘সুনাম’ রয়েছে ৷ এলাহাবাদ থেকে শুরু করে মুঘলসরাই ৷ ক্ষমতায় আসার পর উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরের নাম বদল করেছেন তিনি ৷ এবার শুধু শহরেই সীমাবদ্ধ থাকলেন না ৷ বদলে ফেললেন স্টেডিয়ামের নামও ৷ লখনউয়ের একানা স্টেডিয়ামের নাম বদল হয়ে হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে ৷  

যে কোনও স্থানের নাম বদলে ইতিমধ্যেই বিশেষ দক্ষতা অর্জন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ, মঙ্গলবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি২০ ম্যাচের আগেই লখনউ স্টেডিয়ামের নাম বদলে করা হল অটলবিহারী বাজপেয়ী আন্তর্জাতিক স্টেডিয়াম ৷ 

Ekana-cricket-stadium-lucknow

আরও পড়ুন---ইডেনের ঘণ্টা বাজালেন আজহার, ট্যুইটারে কটাক্ষ গম্ভীরের!

নামবদলের প্রস্তাবে স্বাক্ষর করেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক। তবে এখনই নাম পরিবর্তনের কাজ সম্পূর্ণ হচ্ছে না। আপাতত একানাই নাম থাকছে স্টেডিয়ামের ৷ স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই চুক্তি অনুযায়ী নাম বদল করা হবে ৷

First published: November 6, 2018, 9:48 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर