#মুম্বই: শক্তির বিচারে সানরাইজার্স হায়দারাবাদ লখনউয়ের তুলনায় পিছিয়ে ছিল সেটা জানা কথা। লখনউ বিশাল রান তুলতে না পারলেও, খারাপ ফর্মে থাকা সানরাইজার্স ব্যাটসম্যানরা সেই রান সহজে তুলতে পারবেন না, এমন সম্ভাবনা বেশি ছিল। অধিনায়ক উইলিয়ামসন (১৬), অভিশেক শর্মা (১৩) ওপেনিং করতে নেমে পাল্টা চাপ দিতে পারলেন না। আবেশ খান ফিরিয়ে দিলেন দু'জনকেই।মার্করাম (১২) ফিরে গেলেন ক্রুনাল পান্ডিয়ার বলে।
কিছুটা লড়াই করলেন রাহুল ত্রিপাঠী (৪৪)। তাকেও ফেরালেন ক্রুনাল পান্ডিয়া। এই জায়গা থেকে হায়দারাবাদকে যদি কেউ জেতাতে পারত, সেটা নিকোলাস পুরান। ক্যারিবিয়ান তারকা প্রথম দুটো ম্যাচে ফ্লপ হলেও আজ কিন্তু চেষ্টা করলেন। দলকে জয়ের স্বপ্ন দেখালেন। ক্রমশ বল এবং রানের ব্যবধান কমে আসছিল। অন্যদিকে ছিলেন ওয়াশিংটন সুন্দর।
শেষ তিনটি ওভারে সানরাইজার্স হায়দারাবাদকে জিততে হলে প্রয়োজন ছিল ৩৩ রান। ১৭ ওভারে অ্যান্ড্রু টাই ভাল বল করলেন। পরের ওভারে প্রথম বলে ছক্কা খেলেও, আবেশ খান দ্বিতীয় বলেই তুলে নিলেন পুরানকে ( ৩৪)। এই জায়গা থেকে আর কামব্যাক সম্ভব ছিল না সানরাইজার্স দলের। পরের বলেই আবেশ খান তুলে নিলেন আব্দুল সামাদকে। মোট চার উইকেট নিলেন তিনি। বুঝিয়ে দিলেন এই ফরম্যাটে আবেশ খান কতটা কার্যকরী।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রানের। শক্তিশালী রোমারিও শেফার্ড এবং ওয়াশিংটন সুন্দর সানরাইজার্সকে প্রথম জয় এনে দিতে পারেন কিনা দেখার ছিল। বল হাতে ছিলেন অভিজ্ঞ জেসন হোল্ডার। প্রথম বলেই ওয়াশিংটন আউট হলেন রাহুলের হাতে ক্যাচ দিয়ে। হোল্ডার নিজের অভিজ্ঞতার প্রমাণ রাখলেন। কেন তিনি দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার বুঝিয়ে দিলেন।All smiles in the @LucknowIPL camp as they register their 2️⃣nd consecutive win in #TATAIPL! 😁😁
Drop a 😁 if @klrahul11 and Co. have impressed you in #SRHvLSG.#IPL2022 pic.twitter.com/rFgxTEff1P — Star Sports (@StarSportsIndia) April 4, 2022
নিজের পুরনো দলের বিরুদ্ধে বোধহয় কিছু প্রমাণ করার ছিল ক্যারিবিয়ান তারকার। ফিরিয়ে দিলেন শেফার্ডকে। হোল্ডারকে দেখে বোঝাই গেল না চাপের ওভার এত সহজে করে দেবেন তিনি। আবার আউট করলেন ভুবনেশ্বর কুমারকে। শেষ ওভারে তিনটি উইকেট নিয়ে শেষ করে দিলেন সানরাইজার্সকে। এটাই ছিল লখনউ জার্সিতে তার প্রথম ম্যাচ। হোল্ডার এসে যাওয়ার পর কে এল রাহুলের দলকে টক্কর দেওয়া রীতিমতো কঠিন হয়ে উঠল, সেটা বোঝার জন্য ক্রিকেট পন্ডিত হওয়া দরকার পড়ে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Sunrisers Hyderabad