লর্ডস টেস্ট : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, আগুন ঝরাচ্ছেন অ্যান্ডারসন

Photo Courtesy : Lords Cricket Ground / Twitter Handle

Photo Courtesy : Lords Cricket Ground / Twitter Handle

ব্যাট করতে নেমেই ধাক্কা খেল ভারত

  • Last Updated :
  • Share this:

    #লন্ডন : লর্ডস টেস্টে বৃষ্টির জেরে প্রথম দিনেএক বলও খেলা যায়নি ৷ তবে দ্বিতীয় দিনে খেলা শুরু হল সময়েই ৷

    এদিন টসে জিতে ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিয়েছে জো রুটের ইংল্যান্ড ৷ প্রথম টেস্টে হারতে হয়েছে ভারতকে তাই বিরাট বাহিনীকে এই ম্যাচে সমতা ফেরানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হয়েছে ৷

    এদিকে নেমেই ধাক্কা খেয়েছে ভারতীয় দল ৷ শূন্য রানেই ওপেনার মুরলী বিজয় ফিরে গিয়েছেন ৷ অ্যান্ডারসনের শিকার তিনি ৷ প্রথম দিনের বৃষ্টির পরের আবহাওয়ার সুযোগ পুরোপুরি ওঠাতে বদ্ধপরিকর ইংল্যান্ড শিবির ৷

    ভারত অবশ্য দ্বিতীয় উইকেটও হারিয়েছে মাত্র ১০ রানে ৷ কে এল রাহুল খানিকটা স্বচ্ছন্দ ব্যাটিং করলেও তিনিও ব্যক্তিগত ৮ রানে প্যাক আপ হন ৷ তিনিও অ্যান্ডারসনের শিকার ৷

    এদিকে ম্যাচের আগে বিরাট কোহলিও জানিয়েছিলেন ভিজে আবহাওয়ার সুবিধা তুলতে টসে জিতলে তারাও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবেন  ৷

    INDIA PLAYING XI: M Vijay, L Rahul, C Pujara, V Kohli, A Rahane, D Karthik, H Pandya, R Ashwin, K Yadav, M Shami, I Sharma

    ENGLAND PLAYING XI: A Cook, K Jennings, J Root, O Pope, J Bairstow, J Buttler, C Woakes, S Curran, A Rashid, S Broad, J Anderson

     
    First published:

    Tags: England, India, Lords Test