#মোহালি: টস হারাটাই তাতিয়ে দিয়েছিল গোটা দলকে। ইংল্যান্ডকে মুড়িয়ে দিয়ে দাবি ভারত অধিনায়ক বিরাট কোহলির। ভারত অধিনায়ক জানিয়েছেন, মোহালি ফের প্রমাণ করল, কেন তিনি বোলারদের পক্ষে।
সামনে ১৭ টি টেস্ট ম্যাচের পরীক্ষা। এরমধ্যে এক ক্যালেন্ডারে এখনও পর্যন্ত ১০টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে বিরাট কোহলির দল। ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট আর রাজকোটে একটি টেস্ট ড্র হয়েছে। আর এই দশটি টেস্টে বোলারদের পাশে কেন তিনি বারবার দাঁড়িয়েছে, সেটাই ইংল্যান্ড বধের পর স্পষ্ট করলেন বিরাট। মোহালিতে টস হেরে, ম্যাচ জিতল ভারত। তাই ম্যাচ জয়ের পর বিরাটের দাবি, বিশাখাপত্তনমের পর মোহালিতেও বেশ কিছু ভুল করেছেন কুক। আট বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারছে না ভারত। পরের ম্যাচ মুম্বই। সেখানে কী সিরিজ জিতবেন বিরাট ? অবশ্যই চেষ্টা করবেন। কারণ এই ইংল্যান্ডকে আর পাওয়া যাবে না। দাবি ভারত অধিনায়কের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: England, India, Mohali Test, Test Series, Virat Kohli, মোহালি টেস্ট