#মুম্বই: দিন কয়েক আগেই শেষ হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ (Road Safety World Series)। লেজেন্ড যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ব্যাটে মজেছিল গোটা বিশ্ব। ফাইনালে একটি অনবদ্য ইনিংসও উপহার দেন তিনি। তবে এবার অন্য কারণে সংবাদ শিরোনামে প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার। বড় চুলে নতুন রূপে হাজির হলেন যুবরাজ সিং। আপাতত যুবির সেই নিউ লুকেই মজে ভক্তরা। প্রশংসা করেছেন ওপেনার শিখর ধাওয়ানও। ঠিক কী বললেন তিনি? আসুন জেনে নেওয়া যাক!
যুবরাজের এই চুলের স্টাইলের নেপথ্যে রয়েছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিম। ছবি শেয়ার করে মজার ছলে যুবি লিখেছেন 'হেয়ার অন পয়েন্ট।' এর পর আরও একটি ছবি শেয়ার করেন যুবরাজ। লাল টি শার্ট ও সানগ্লাসে যুবির ক্যাপশান, ‘yes’, ‘no’ or a ‘maybe’। এর পর ভারতীয় ক্রিকেটের গব্বরের কমেন্ট নজর কাড়ে নেটিজেনদের। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) জানান, 'পাজি পুরে বাদশা লাগ রাহে হো...'।
View this post on Instagram
View this post on Instagram
বলা বাহুল্য, যুবির নয়া লুকে মজেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ব্যাপক মাত্রায় ভাইরাল হয়েছে এই ছবি। ঘণ্টাখানেকের মধ্যে লাইকের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২.২৫ লক্ষ। ভারতীয় দলের অনেকেই যুবরাজের লুকের প্রশংসা করেছেন। ধাওয়ানের পথে হেঁটেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ইরফান পাঠানরা (Irfan Pathan)। রবীন্দ্র জাদেজা লেখেন, 'য়ুপি পা ক্যায়া থে অর ক্যায়া হো গায়ে'। যুবির ফ্যানেদের কমেন্টেও স্পষ্ট হয়েছে সেই একই কথা। এক ব্যবহারকারী লিখেছেন, 'রকস্টার'।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে ব্যাটিং দাপট দেখান যুবরাজ। ফাইনালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা লেজেন্ডস। ব্যাট করতে নেমে চার উইকেটে ১৮১ রান তুলে ইন্ডিয়া লেজেন্ডস। তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি। প্রথমেই আউট হয়ে যান সেওয়াগ। পিছু নেন বদ্রীনাথও। পরের দিকে সচিন ম্যাচের হাল ধরলেও, ৩০ রানে আউট হয়ে যান। এমন সময় চেনা ছন্দে দেখা যায় যুবরাজকে। ১৫.১ ওভারে বাউন্ডারি মেরে ৩৫ বলে অর্ধশতরান করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। ৪১ বলে ৬০ করেন তিনি। বলা বাহুল্য, পুরো সিরিজেই ভালো পারফরম্যান্স করেছেন যুবি। ৬ ইনিংসে ১৭টি ছয়ের সুবাদে ১৯৪ রান করেছেন তিনি।