কুলদীপ-চাহালের ঝুলিতে চার উইকেট ৷ কেপটাউনে বিরাট জয় ভারতের ৷ ১২৪ রানে ম্যাচ জিতে সিরিজ ০-৩ ব্যবধানে এগিয়ে গেল কোহলিরা
আউট ইমরান তাহির ৷ ৮ রান করে চাহালের বলে আউট তিনি
মরিসের পর এবার আউট ঝোন্ডো ৷ ১৫০ রানে ৭ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার
বুমরাহের বলে কট বিহাইন্ড ডেভিড মিলার (২৫)
দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন ! এবার আউট হলেন ক্লাসেন
দক্ষিণ আফ্রিকা দলে বেশ কয়েকটি পরিবর্তন ৷ এই ম্যাচে অভিষেক হচ্ছে লুঙ্গি এনগিডি এবং ক্লাসেনের ৷ ভারতীয় দলে অবশ্য কোনও পরিবর্তন করা হয়নি ৷
#TeamIndia Playing XI for the 3rd ODI.
Follow the game here - https://t.co/EiLC39pAN6 #SAvIND pic.twitter.com/Z9beGfmSNQ — BCCI (@BCCI) February 7, 2018
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মারক্রমের ৷
নিউল্যান্ডস স্টেডিয়াম কখনই ‘হাই-স্কোরিং’ ভেন্যু নয় ৷ ফ্লাডলাইটে ব্যাট করাটা কঠিন ৷ তাই ভাল হয় দিনের বেলা প্রথমে ব্যাটিংটা সেরে রাখলেই ৷ টস জেতাটা একটা ফ্যাক্টর ৷
২টো আলাদা দল। আলাদা ছবি। সিরিজে বিরাটদের সামনে এগিয়ে যাওয়ার হাতছানি। আর প্রোটিয়াদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। আজ তৃতীয় একদিনের ম্যাচে কেপটাউনের নিউল্যান্ডসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। কেপটাউনের রেকর্ড দেখে খুশি হতে পারেন গিবসন।
৩৩টা ওয়ান ডে-র মধ্যে ২৮টাতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হ্যাপি হান্টিং গ্রাউন্ডে থাবা বসাতে মরিয়া বিরাটরা। জোবার্গ, সেঞ্চুরিয়নের জয়ী একাদশে বদলে নারাজ বিরাট-শাস্ত্রী। চোট-আঘাতে জেরবার প্রোটিয়া শিবির মরণ কামড় দিতে মরিয়া। ডে'কক নেই। অভিষেক হচ্ছে ক্লাসেনের। ওপেনিংয়ে নতুন অধিনায়ক মারক্রমের সঙ্গী আমলা। তিনে উঠছেন ডুমিনি। গড় প্রথম ইনিংস স্কোর ৩১১। তাই নিউল্যান্ডসে ঘাস না থাকারই সম্ভাবনা বেশি।