কলকাতা : গুজরাত টাইটান্সের বনাম কেকেআর ম্যাচের আগে বড় ধাক্কা৷ দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের অভিজ্ঞ উইকেট-রক্ষক ব্যাটসম্যান লিটন দাস আইপিএলের মাঝপথেই ফিরে যাচ্ছেন বাংলাদেশে৷ পারিবারিক জরুরি অবস্থার কারণে দেশে ফিরেছেন তিনি৷ কলকাতা নাইট রাইডার্সের বা কেকেআর জার্সিতে এই মরশুমে আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য তাকে পাওয়া যাবে এমন আশা নেই। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ৪ মে পর্যন্ত তাঁকে খেলার অনুমতিতে স্বীকৃতি দিয়েছিল।
কেকেআর দলের একজন আধিকারিক জানিয়েছেন, "তাঁর পরিবারে একটি মেডিকেল ইমার্জেন্সি ছিল যার কারণে তিনি আজ সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।" তিনি কবে ফিরবেন সে সম্পর্কে কোনও তথ্য এই মুহূর্তে নেই।এই ২৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যানকে গত বছর নিলামে কেকেআর তার বেসপ্রাইস ৫০ লক্ষ টাকায় কিনেছিল। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি।
দিল্লির বিপক্ষে লিটন দাস করেন ২১ রানজেসন রয়ের সঙ্গে ইনিংস শুরু করে, লিটন দাস দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মাত্র চার রান করেন এবং উইকেটরক্ষক হিসাবে দুটি স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন। দিল্লি এই ম্যাচে চার উইকেটে জিতে টানা পাঁচ ম্যাচে হারের ধারা ভেঙে দিয়েছে। লিটন অনেক পরে আইপিএল ২০২৩ এ খেলতে ভারতে এসেছিলেন কারণ তিনি তখন আয়ারল্যান্ড সফরে জাতীয় দলের সঙ্গে ছিলেন। এখন তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন বলে আশা করা হচ্ছে।
আরও দেখুননাম প্রত্যাহার করে নিলেন শাকিব আল হাসানএর আগে আইপিএল শুরুর আগে শাকিব আল হাসান নাম তুলে নেওয়ায় ধাক্কা খেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১৬তম আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব। তাঁর জায়গায় ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে অন্তর্ভুক্ত করেছিল কেকেআর। এই মুহূর্তে দুর্দান্ত পারফর্ম করছেন জেসন রয়। চলতি মরশুমে কেকেআরের জার্সিতে পরপর ২টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।