ভ্যালেন্সিয়া: ২
বার্সেলোনা: ৩
#ভ্যালেন্সিয়া: পিছিয়ে পড়েও জয়। মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল বার্সেলোনা। সেইসঙ্গে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষে।
বরাবরের গাঁট। ব্যতিক্রম হল না এবারও। ঘরের মাঠে মেসি, নেইমারদের প্রায় মাটি ধরিয়ে ছাড়ল পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে থাকা ভ্যালেন্সিয়া। ম্যাচের ২২ মিনিটে মেসির গোল ঘিরে অবশ্য রয়ে গেল অফসাইড বিতর্ক।
২২ মিনিটে এলএম টেনের গোলে এগিয়ে যাওয়ার পরেও মুনের এল হাদাদি ও রদ্রিগোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া।
সুয়ারেজের গোলে ম্যাচে ফেরে বার্সা। ম্যাচের শেষ মিনিটে জয়সূচক গোল সেই মেসির। ম্যাচ শেষে ম্যালেনকো স্টেডিয়ামে মেসি নেইমারদের উদ্দেশ্যে উড়ে এসেছে ভ্যালেন্সিয়া সমর্থকদের ঢিল-পাটকেলও।
এদিকে মেসির পাশাপাশি রোনাল্ডোকে নিয়েও নতুন কথা ৷ সিআর সেভেনের বেড়ে ওঠার নেপথ্যে না কি স্যর অ্যালেক্স ফার্গুসনের ভূমিকাই সবচেয়ে বেশি ৷ খোদ ফার্গি অবশ্য সেটা মানছেন না। ২০০৩-এ অ্যালেক্স ফার্গুসনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেন রোনাল্ডো। ২০০৮ এ পর্তুগিজ তারকার প্রথম ব্যালন পাওয়া। ফার্গুসনের কোচিংয়েই বিশ্ব ফুটবলের নজরে আসেন ক্রিশ্চিয়ানো। প্রাক্তন ম্যান ইউ সুপ্রিমো অবশ্য বলছেন, রোনাল্ডো নিজের ক্যারিশমাতেই ঝলমল করেছেন। তিনি শুধু সেদিনের প্রতিশ্রতিমান তারকাকে প্ল্যাটফর্মটুকু দিয়েছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barcelona, La Liga, Lionel Messi, Valencia