#উত্তর ২৪ পরগনা: বাংলায় আছে আর্জেন্টিনার ফুটবল তারকা মেসির বাড়ি! হ্যাঁ, এক মুহূর্তের জন্য হয়তো সেটাই মনে হতে পারে সকলের। মেসি যখন কাতার বিশ্বকাপে ফুটবল পায়ে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন সুদূর উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের নবাবগঞ্জে তাঁর সাফল্যের জন্য প্রার্থনা চলছে।
যেন এক টুকরো আর্জেন্টিনার পাড়া! নবাবগঞ্জের আর্জেন্টিনা পাড়ায় আসলে রীতিমতো অবাক হতে হবে আপনাকেও। একজন মানুষ মেসির কতটা অন্ধভক্ত হলে এমন কিছু করতে পারেন! একবার হলেও আপনি মনে মনে কুর্নিশ জানাবেন শিবে পাত্রকে।
আরও পড়ুন- `হৃদয় বলছে মেসি, মাথা বলছে ফ্রান্স'! দোটানায় পড়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো
নিজেকে লিওনেল মেসির দাদার মতো ভাবেন শিবে পাত্র। বাড়ি সহ আসবাবপত্র, ঘরের সরঞ্জাম, আশপাশের মানুষগুলিকেও আর্জেন্টিনার রঙে রাঙিয়ে তুলেছেন তিনি। দোতলা বাড়ির নিচেই রয়েছে একটি চায়ের দোকান।
আর্জেন্টিনা নামের সেই চায়ের দোকান চালান এই মেসি ভক্ত শিবে পাত্র। শুধু তিনি নন, আজ তাঁর গোটা পরিবার সহ এলাকার সকল আর্জেন্টিনা সমর্থকই যেন এই নবাবগঞ্জের আর্জেন্টিনা পাড়ার বাসিন্দা হয়ে উঠেছেন।
গঙ্গা পাড়ের গলির মুখে ঢুকতেই চোখে পড়বে বিরাট আকৃতির আর্জেন্টিনার পতাকা। কিছু দূর এগোলেই বাঁ হাতে দেখে মনে হতে পারে এক মুহূর্তের জন্য কোনও ক্লাব ঘর। সামনেই রয়েছে লিওনেল মেসির আবক্ষ মূর্তি। আর তা ঠিক পাশেই রয়েছে নীল সাদা রঙে গোটা বাড়ি।
এই এলাকার সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই বাড়ি। দরজা খুলে ঘরে ঢুকতেই দেখে মনে হবে যেন আর্জেন্টিনার কোনও বাড়িতে ঢুকছেন। ঘরের দেওয়াল সিঁড়ি এমনকী আলমারি, ড্রেসিং টেবিল, পাখা সব যেন রাঙিয়ে তোলা হয়েছে আর্জেন্টিনার পতাকার রঙে নীল সাদায়।
এখন সেই বাড়ি দেখতেই প্রতিদিন হাজির হচ্ছেন বহু মানুষ। কোনও রকম বিরক্তি প্রকাশ না করে বাড়ির মালিক শিবে পাত্রসহ গোটা পরিবার সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন এই মিনি আর্জেন্টিনা পাড়া সহ তাদের গোটা বাড়ি ঘুরে দেখতে। বাড়ি এমনকী দোকানের সর্বত্র প্রিয় ফুটবল তারকার নানা ছবি পোস্টার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শিবে পাত্র এবার মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চান।
আরও পড়ুন- মেগা ম্যাচের আগে টেনশন নেই আর্জেন্টিনা শিবিরে! হাসির ছলে অনুশীলন মেসিদের, দেখুন ছবি
শিবে পাত্র সবসময়ই মেসির ১০ নম্বর গেঞ্জি পরে চায়ের দোকান সামলান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কোনরকম ক্লান্তির লেশমাত্র নেই মুখে। সবসময় মুখে হাসি শিবে পাত্রর। সব সময়ে তাঁর মুখে ফুটবল, আর্জেন্টিনা এবং মেসিকে নিয়েই কথা শোনা যায়।
মেসির জন্মদিনে কেক কাটা থেকে কোনও খেলায় জয় পাওয়ার পর সেলিব্রেশন, সবই করেন শিবে পাত্র সহ এই আর্জেন্টিনা পাড়ার বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে স্ত্রী স্বপ্না পাত্র স্বামীর এই পছন্দকেই যেন নিজের পছন্দ করে রেখেছেন। সবসময় স্বামীকে সাপোর্ট করে চলেছেন।
p style="text-align: justify;">বাবার এই মেসি প্রেম ধীরে ধীরে মেয়ের মধ্যেও ঢুকে পড়েছে। ওয়ার্ল্ড কাপের কোনও খেলাই মিস করেন না নেহাও। ক্লাব ফুটবল হোক কিংবা বিশ্বকাপ, নিজেদের বাড়ির এক সদস্য ভেবেই রাত জেগে খেলা দেখেন গোটা পরিবার।আর্জেন্টিনার খেলার দিন পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়। এমনকী ঠাকুরের থাকার সিংহাসনটিও আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে রাঙানো। শিবশংকর পাত্রর মতো মেসির অন্ধ ভক্তের জন্যেই আজ সকলের পরিচিত এলাকা হয়ে উঠেছে ইছাপুরের নবাবগঞ্জের এই আর্জেন্টিনা পাড়া।রুদ্র নারায়ন রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fifa world Cup 2022, Lionel Messi, Qatar World Cup 2022