IPL2019: যে যেখানে IPL খেলছেন, তাঁদেরও ভোটদানের সুযোগ দিন, মোদিকে ট্যুইট অশ্বিনের

IPL2019: যে যেখানে IPL খেলছেন, তাঁদেরও ভোটদানের সুযোগ দিন, মোদিকে ট্যুইট অশ্বিনের
রবিচন্দ্রন অশ্বিন

প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অশ্বিন লিখেছেন, 'সব সময় শিখেছি, ভোটদান হল গণতন্ত্রের স্তম্ভ৷ আমি নিশ্চয়ই গোটা দেশকে বলব, প্রতিটি নাগরিক ভোট দিন৷ নিজের নেতাকে বাছুন৷'

  • Share this:

#অমৃতসর: দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের প্রশংসা করে ভোটগ্রহণে অংশ নেওয়ার উত্‍‌সাহ দেওয়ার জন্য ট্যুইটারে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিভিন্ন খেলার ক্রীড়াবিদদের ট্যাগ করে একগুচ্ছ ট্যুইট করেন মোদি৷ ট্যুইটারে মোদিকে উত্তর দিলেন রবিচন্দ্রন অশ্বিন৷

প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অশ্বিন লিখেছেন, 'সব সময় শিখেছি, ভোটদান হল গণতন্ত্রের স্তম্ভ৷ আমি নিশ্চয়ই গোটা দেশকে বলব, প্রতিটি নাগরিক ভোট দিন৷ নিজের নেতাকে বাছুন৷' এরপরই রসিকতা করে অশ্বিনের ট্যুইট, 'আইপিএল খেলছেন যে সব প্লেয়াররা, তাঁদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হোক৷ যে যেখানে থাকবেন, ভোট দেবেন৷'

ভোটারদের উত্‍‌সাহ দিতে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও অংশগ্রহণ বাড়ানোর জন্য কয়েক দিন আগে ট্যুইটারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, তৃমমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সপা সুপ্রিমো অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব ও ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের প্রতি আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এঁদের সকলকে ট্যুইটারে ট্যাগ-ও করেন মোদি৷ বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবেদন, ভোটদানের হার বেশি মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শুভ দিক৷

শুধু বিরোধী নেতা, নেত্রীদেরই নয়, বলিউড তারকা রণবীর সিং, ভিকি কৌশল, দীপিকা পাডুকোন-সহ একাধিক ক্রিকেটার ও ব্যবসায়ীকে ট্যাগ করে মোদি লিখেছেন, 'অনেক যুবক-যুবতী আপনাদের শ্রদ্ধা করেন৷ সেই যুব সম্প্রদায়কে বলুন, আমাদের সময় এসে গিয়েছে৷ ভোটিং সেন্টারে হাই জোশ দেখানোর সময় এটাই৷'

পরের ট্যুইটেই প্রধানমন্ত্রী ট্যাগ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, YSR কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডিকে৷ লিখেছেন, 'আগামী নির্বাচনে যত ভারতীয়কে পারুন, ভোটদানে সামিল করুন৷'

Loading...

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রামবিলাস পাসওয়ান, পবন চামলিংকেও ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী৷ লিখেছেন, 'আসুন এমন একটি পরিবেশ তৈরি করে, যাতে প্রচুর মানুষ ভোটে অংশ নিতে পারেন৷ ভোট দেন৷'

First published: 04:54:10 PM Mar 25, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर