Home /News /sports /
Wriddhiman Saha: 'ধোনি তো এখনও খেলছে, তা হলে ঋদ্ধিমানকে অবসর নিতে বলা হল কেন?'

Wriddhiman Saha: 'ধোনি তো এখনও খেলছে, তা হলে ঋদ্ধিমানকে অবসর নিতে বলা হল কেন?'

Wrddhiman Saha: ''অবসরের কথা বলা মানে একজন ক্রিকেটারের সামনের সব পথ বন্ধ হয়ে যাওয়া। এমন পরামর্শ কেউ দেয়!''

 • Share this:

  #মুম্বই: বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে। সেটা সাংবাদিকের সাক্ষাৎকারের জন্য হুমকির বিষয়ই হোক বা কোচ রাহুল দ্রাবিড়ের অবসরের জন্য বলা নিয়ে মুখ খোলা নিয়েই হোক।

  এদিকে, আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। শ্রীলঙ্কা সিরিজের জন্য ঋদ্ধিমান সাহা ভারতীয় দলে জায়গা পাননি। জাতীয় দল থেকে বাদ পড়ার পরই তিনি আবার টিম ইন্ডিয়াতে ফিরতে পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে। রঞ্জি ট্রফিতেও খেলছেন না তিনি। উইকেট-কাপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা ভারতের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন।

  আরও পড়ুন- রঞ্জি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে খাতা না খুলেই ফিরে গেলেন রাহানে, বাড়ল চাপ

  টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এবং জিম্বাবুয়ের বর্তমান কোচ লালচাঁদ রাজপুত (Lalchand Rajput) বলেছেন, অবসরের সিদ্ধান্ত খেলোয়াড়েরই নেওয়া উচিত। তিনি বলেন, 'কেউ কখনও কোনো খেলোয়াড়কে বলতে পারে না, এবার আপনার অবসর নেওয়া উচিত। কতক্ষণ খেলতে হবে এবং কখন অবসর নিতে হবে, তা প্রত্যেক খেলোয়াড়ের উপর নির্ভর করে। এটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত।'

  প্রাক্তন ভারতীয় কোচ বলেছেন, টিম ইন্ডিয়াতে যে খেলবে না তাঁকে অবসর নিয়ে নিতে হবে! এটা কোনও কথা হল! ভারতীয় দলে না খেলতে পারলেও প্রথম শ্রেণির ক্রিকেট ও আইপিএল খেলতে পারে একজন ক্রিকেটার।

  লালচাঁদ রাজপুত বলে:sন, একজন খেলোয়াড়ের অবসরের কথা বললে তাঁর সামনে সব পথ বন্ধ হয়ে যায়। সেটা রঞ্জি ট্রফি হোক বা আইপিএল। যতক্ষণ খেলোয়াড় ফিট থাকে, ততক্ষণ তাকে খেলা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, 'এমএস ধোনি এখনও ফিট এবং খেলছেন। তিনি নিজেও টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। কেউ তাঁকে বলেনি। টিম ইন্ডিয়াতে খেলার সময় তিনি নিজেই অবসরের কথা ভাবতে শুরু করেন।

  আরও পড়ুন- পূজারার যোগ্য পরিবর্ত হওয়ার ক্ষমতা রয়েছে শ্রেয়সের, বলছেন গম্ভীর

  লালচাঁদ রাজপুত বলছিলেন, ''আমার মনে হয় ৪০টি টেস্ট খেলা ঋদ্ধিমান সাহার সাথে যোগাযোগ ভাল ছিল না টিম ম্যানেজমেন্টের।'' তিনি বলেন, আমিও কোচ। অনেক খেলোয়াড়ও আমার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, ভবিষ্যতে আমার জন্য কী ধরনের সুযোগ রয়েছে! আমি তাদের সবসময় বলি ভাল খেলার চেষ্টা করতে, ফিটনেস ধরে রাখতে, বয়স কোনো বাধা নয়।''

  তিনি আরও বলেন, ''ভালো পারফর্ম করলে বয়স কখনও বাধা নয়। তরুণ খেলোয়াড় ভালো পারফর্ম কহলে আমি তরুণ খেলোয়াড়কে সুযোগ দেব। তবে খেলোয়াড়কে ফিটনেস বজায় রাখতে হবে এবং ভালো পারফরম্যান্স চালিয়ে যেতে হবে। এটা করলে স্রেফ বয়সের জন্য কেউ কোনও ক্রিকেটারকে দল থেকে সরাতে পারবে না।''

  Published by:Suman Majumder
  First published:

  Tags: MS Dhoni, Team India, Wriddhiman Saha

  পরবর্তী খবর