#কলকাতা: জার্মানিতে ফুটবল ফিরেছে। বৃহস্পতিবার থেকে বল গড়াচ্ছে লা লিগাতে। ভারতীয় সময় শুক্রবার রাত দেড়টায় মাঠে নামছে সেভিয়া ও রিয়াল বেতিস। সেভিয়া বনাম রিয়াল বেতিস ম্যাচ দিয়েই করোনা পরবর্তী অধ্যায়ে বিশ্ব ফুটবলে অভিষেক ঘটছে স্প্যানিশ ফুটবলের। মেসির বার্সেলোনা নামবে ১৪ জুন। প্রতিপক্ষ মালোরকা। স্প্যানিশ ফুটবলের আরেক হাই প্রোফাইল ক্লাব রিয়াল মাদ্রিদ নামবে একই দিনে। জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ এইবার। ১১ মার্চ শেষবার বল গড়িয়েছিল লা-লিগায়। এইবারকে সেই ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল সোসিয়েদাদ। মেসির বার্সেলোনা শেষ খেলেছিল ৭ মার্চ। মেসির পেনাল্টি গোল সেদিন রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ম্যাচ জিতেছিল বার্সেলোনা। এরপর বিশ্ব জুড়ে শুরু হয় করোনা তাণ্ডব। বন্ধ হয়ে যায় ফুটবল। স্তব্ধ হয়ে যায় লা লিগা। মারণ ভাইরাসের আক্রমণে ২৭ হাজার ১৩৬ জন মানুষের প্রাণ গিয়েছে স্পেনে। করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪২ হাজার মানুষ। সেই সব পেছনে ফেলে বৃহস্পতিবার থেকে আবারও ফুটবলে মজবে গোটা স্পেন। করোনা সতর্কতার কারণে অবশ্য লা লিগার বাকি সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ফুটবলার, কোচিং স্টাফ, ম্যাচ রেফারি, গ্রাউন্ডসম্যান, বলবয়, অফিসিয়াল মিলিয়ে স্টেডিয়ামে থাকতে পারবেন সর্বাধিক ৩০০ জন। দর্শকশূণ্য স্টেডিয়ামে খেলা হলেও টেলিভিশনের পর্দায় ভারচুয়াল সমর্থকদের দেখা যাবে। মাঠের মধ্যে ফুটবলারদের উৎসাহ দিতে সাউন্ড সিস্টেমে আছড়ে পড়বে সমর্থকদের শব্দব্রহ্ম। লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস জানিয়েছেন,"কোভিড সতর্কতা বজায় রেখেই লা লিগার বাকি ম্যাচগুলোর আয়োজন করা হবে।" থমকে থাকা স্পেনে যে লা-লিগার হাত ধরেই স্বাভাবিক জীবনে ফেরার কাউন্টডাউন শুরু করেছেন ফুটবলপ্রেমী স্প্যানিশরা, সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: La Liga Braces, Virtual