#কলকাতা: IPL শেষ করে ভারত ক্রিকেট টিমের সবাই এখন অস্ট্রেলিয়ায়। আগামীকাল ২৭ নভেম্বর ম্যাচ শুরু। তাই দলের প্রস্তুতি ও অনুশীলও তুঙ্গে। এর মাঝেই রাহানের প্রাকটিসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে তার থেকে বেশি চর্চায় রয়েছে সেই ভিডিও নিয়ে ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ানের মন্তব্য। কিন্তু কী এমন বললেন শিখর?
কোয়ারানটিনে থাকলেও খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি মিলেছে। ভারতীয় টিমের অনেককেই হোটেল-রুমে অনুশীলন করতেও দেখা গিয়েছে। ঠিক এই সময়ে ভারতের টেস্ট দলের ভাইস-ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে তাঁর অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওয় দেখা যাচ্ছে, হোটেল রুমের মধ্যে ব্যাটিং প্র্যাকটিস করছেন তিনি। ক্যাপশানে লেখা- নেট থেকে অফ ডে, তবে ব্যাটিং জারি রাখার অন্য পথ খুঁজে পেয়েছেন তিনি। কারণ ব্যাট থেকে বেশিক্ষণ আলাদা থাকা যাবে না।
View this post on Instagram
New jersey, renewed motivation. Ready to go. 🇮🇳 pic.twitter.com/gKG9gS78th
— Shikhar Dhawan (@SDhawan25) November 24, 2020
আরব আমিরশাহি থেকে উড়ে যাওয়ার পর ভারতীয় টিম সিডনির অলিম্পিক পার্কের পুলম্যান হোটেলে গিয়ে ওঠে । সেখানে তাঁদের কোয়ারানটিনে কাটাতে হয়। তবে এই কোয়ারানটিনের মাঝেও অনুশীলনের অনুমতি পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার এই সফরে মোট তিনটি ওয়ান-ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। এগুলি SCG অর্থাৎ সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও ক্যানবেরার মানুকা ওভালে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। উল্লেখ্য, এটি ডে-নাইট ম্যাচ।
করোনা পরিস্থিতিতে সমস্ত বিষয়ের উপর নজর রেখেই খেলার আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য বড়সড় আয়োজনের চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে MCG কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গেও আলাপ-আলোচনা চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hotel Room