#ধরমশালা: অভিষেক টেস্টেই নায়ক হয়ে ওঠার ইঙ্গিত দিলেন কুলদীপ যাদব। আর বাঁ-হাতি চায়নাম্যানের উপর ভর করেই ধরমশালা টেস্টে ম্যাচে ফিরল ভারত।
এরইমধ্যে আবার অজি অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাট কিন্তু ঝলসাচ্ছেই। সিরিজে তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন তিনি। ভারতের ২৮ তম টেস্ট ভেন্যুতে এদিন টস হারেন বিরাটের বদলি রাহানে। দিনের শুরুতে দ্রুত রেনশকে হারালেও ওয়ার্নার-স্মিথের পার্টনারশিপে ভারতের ঘাড়ে চেপে বসতে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু লাঞ্চের পরেই কুলদীপের দাপটে ম্যাচে ফিরতে থাকে ভারত। টেস্টের প্রথম দিন ওয়ার্নার-ম্যাক্সওয়েল-সহ অস্ট্রেলিয়ার মোট ৪টি উইকেট তুলে নিতে সফল এই চায়নাম্যান বোলার ৷
প্রথম টেস্ট উইকেট হিসেবে ডেভিড ওয়ার্নারকে তুলে নিয়ে কেঁদেই ফেলেন তিনি। পরে দুটো দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে দেন হ্যান্ডসকম্ব ও ম্যাক্সওয়েলকে। এরইমধ্যে টেস্ট কেরিয়ারে ২০ তম সেঞ্চুরিটা সেরে ফেলেন স্মিথ। ব্যক্তিগত ১১১ রানের মাথায় অশ্বিন।
Huge moment this for young @imkuldeep18 as he receives his Test cap #INDvAUS #TeamIndia pic.twitter.com/GvRQVUAfj8
— BCCI (@BCCI) March 25, 2017