#কলকাতা: দিন একেবারেই ভাল যাচ্ছে না মহম্মদ শামির ৷ কলকাতায় এসে কেকেআর-এর কাছে ৭১ রানে হারের দিনেই ফের পারিবারিক অশান্তির জেরে অস্বস্তিতে মহম্মদ শামি ৷ লালবাজারে তলব করা হয়েছে শামিকে ৷ স্ত্রী হাসিন জাহানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। আগামিকাল, বুধবার দুপুর ২টোয় শামিকে ডেকে পাঠানো হয়েছে ৷ আজ মঙ্গলবারই ভারতীয় পেসারকে চিঠি পাঠায় লালবাজার ৷
তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে লালবাজারে বুধবার শামির যাওয়ার সম্ভাবনা কম ৷ পুলিশি জিজ্ঞাসাবাদ এড়াতে চাইছেন শামি ৷ আইনজীবী মারফত সময় চাইবেন তিনি বলেই জানা গিয়েছে ৷ লালবাজারে যেতে পারেন শামির আইনজীবী ৷ আগাম জামিনের প্রস্তুতিও নিচ্ছেন শামি ৷
মহম্মদ শামির সঙ্গে তাঁর দাদাকেও হাজিরা দিতে নোটিস পাঠিয়েছে পুলিশ। শামির দাদার বিরুদ্ধে তাঁকে ধর্ষণেরও অভিযোগ এনেছিলেন হাসিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Domestic abuse case, Hasin Jahan, Kolkata Police, Mohammad Shami