• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • KOLKATA MAIDAN HAPPY THAT WRIDDHIMAN SAHA PICKED UP FOR TEST SQUAD IN WEST INDIES TOUR SS

ঋদ্ধির কামব্যাকে স্বস্তি পেলেও দল নির্বাচনে মিশ্র প্রতিক্রিয়া কলকাতার ময়দানে

 • Share this:

  #কলকাতা: বিশ্বকাপের পর প্রথম দল বাছাই বৈঠক। ভারতীয় ক্রিকেটের রোডম্যাপে কতটা প্রাপ্তি হল বাংলার ? ঋদ্ধির কামব্যাকে কিছুটা স্বস্তির মাঝেই ময়দানে চাপা ক্ষোভ অভিমন্যুর উপেক্ষায়।

  ১৮ মাস পরে কোহলিদের টেস্ট দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ঋষভ পন্থের সঙ্গেই ড্রেসিংরুমে থাকবেন বাংলার পাপালি। কিন্তু রবিবারের ভারতীয় দল নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বঙ্গ ক্রিকেটমহলে। গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের পর দীর্ঘ সময় ঋদ্ধির জাতীয় দলের বাইরে থাকার নেপথ্যে যুক্তি দেওয়া হয়েছিল চোট-আঘাতের। কিন্তু মুম্বইয়ের দল নির্বাচনী সভায় চ্যালেঞ্জার হিসেবে উঠেছে অন্ধ্রের কে এস ভরতের নাম। ঋষভকেই পয়লা পছন্দ বলে জানিয়েছেন এম এস কে প্রসাদ। মুখ্য নির্বাচকের সেই বার্তাতেই অন্য ইঙ্গিত দেখছে বাংলার ক্রিকেটমহল। দ্বিতীয় কিপার হলেও আদৌ কতটা নিজেকে প্রমাণের সুযোগ পাবেন শিলিগুড়ির ছেলে ? প্রশ্ন কিন্তু উঠছেই ৷

  বিশ্বকাপের পর প্রথম নির্বাচনী বৈঠক খালি হাতেই ফিরিয়েছে বাংলার আরেক সম্ভাবনাকে। ঝুরি ঝুরি রান করেও টেস্ট দলে ডাক আসেনি অভিমন্যু ঈশ্বরণের। উল্টে টেস্ট দলেও ওপেনার করে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এই সিদ্ধান্তকে ঈশ্বরণের প্রতি অবিচার হিসেবে দেখছে বঙ্গ ক্রিকেটমহল।

  দাবি আদায়ে কতটা সফল দেবাং গান্ধি? ঋদ্ধির আরেকটা সুযোগ পূর্বাঞ্চলের নির্বাচকের পক্ষে গেলেও অভিমন্যুর বঞ্চনায় অসন্তোষ ময়দানে।

  রিপোর্টার: প্রদীপ্ত গোস্বামী

  First published: