হোম /খবর /খেলা /
জঘন্য পারফরম্যান্স, 'ভিলেন' কোন দুজন, নাম ধরে বলে দিলেন কেকেআর ক্যাপ্টেন

জঘন্য পারফরম্যান্স, 'ভিলেন' কোন দুজন, নাম ধরে বলে দিলেন কেকেআর ক্যাপ্টেন

kkr vs srh: নীতিশ রানা নাম ধরে বলে দিলেন, কাদের জন্য কেকেআরের এবার এমন খারাপ দশা!

  • Share this:

হায়দরাবাদ: হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে IPL-2023-এর ৪৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।

দুবারের চ্যাম্পিয়ন কলকাতার অধিনায়ক নীতীশ রানা এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এর পরে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী নীতীশ রানাকে দলের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেন। তখনই চোখ-মুখ পাল্টে যায় নীতিশের।

কলকাতা দলের নেতৃত্বে থাকা নীতীশ রানা বলে দেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। ভাল উইকেটের মতো মনে হচ্ছে। আশা করি আমরা ভাল স্কোর করতে পারব। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য আমরা অতিরিক্ত ব্যাটসম্যানকে সুযোগ দিতে পেরেছি।

আরও পড়ুন- বরাবর রগচটা! গৌতম গম্ভীরের সম্পত্তির পরিমাণ শুনলে হা হয়ে যাবেন, স্ত্রীও ব্যবসায়ী

দলের খারাপ পারফরম্যান্স নিয়ে নীতীশ বলেন, ‘সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দলের খেলোয়াড়দের চোটের কারণে। প্রথমে চোট পেল শার্দুল। জ্যাসন রয়ও ইনজুরির কারণে কিছু ম্যাচে অংশ নিতে পারেননি। তিনি আরও বলেন, দলের ফোকাস হচ্ছে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া।

নীতীশ বলেন, ‘আমরা এখনই প্লে-অফ নিয়ে ভাবছি না। আমরা প্রতিটি ম্যাচেই ফোকাস করছি। ভাল পারফরম্যান্স করে অবশ্যই এগিয়ে যেতে পারব। কেকেআর এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এখন প্রতিটা ম্যাচ জিততে হবে কেকেআরকে।

এদিন রিঙ্কু সিংয়ের ৩৫ বলে ৪৬ ও নীতিশ রানার ৩১ বলে ৪২ রানের উপর ভর করে কেকেআর প্রথমে ব্যাট করে ১৭১ রান তুলেছে।

আরও পড়ুন- ‘হোটেলে যৌনকর্মীদের সঙ্গে রাত কাটায় শামি’, গুরুতর অভিযোগ হাসিন জাহানের

কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Published by:Suman Majumder
First published:

Tags: IPL 2023, Kkr