IPL 2019: অনুশীলন শুরু নাইটদের, প্রথম দিনে জোর ম্যাচ সিচ্যুয়েশনে– News18 Bengali

IPL 2019: অনুশীলন শুরু নাইটদের, প্রথম দিনে জোর ম্যাচ সিচ্যুয়েশনে

News18 Bangla
Updated:Mar 14, 2019 01:32 PM IST
IPL 2019: অনুশীলন শুরু নাইটদের, প্রথম দিনে জোর ম্যাচ সিচ্যুয়েশনে
Photo Courtesy: KKR/Twitter
News18 Bangla
Updated:Mar 14, 2019 01:32 PM IST

#কলকাতা: আনলাকি ১৩-তেই আইপিএল-১২-এর প্রস্তুতি শুরু করল কেকেআর। ৫ ক্রিকেটারকে নিয়ে বুধবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করালেন সহকারী অভিষেক নায়ার। প্রথমদিন ম্যাচ সিচ্যুয়েশনেই জোর দেন তিনি ।

রবীন উথাপ্পা, শুভমান গিল, রিঙ্কু সিং, সঙ্গে নতুন মুখ অন্ধ্রের পৃথ্বীরাজ ইয়ারা ও মহরাষ্ট্রের শ্রীকান্ত মুন্ডে অনুশীলন করলেন। বাংলায় বারবার ভাল নেট বোলার সমস্যা হয়। তাই এনসিএ-র কিছু ক্রিকেটারকে দলের সঙ্গে রাখা হয়েছে। এদিকে মুস্তাক আলিতে হ্যাটট্রিক করা সন্দীপ ওয়ারিয়রও নাইটদের সঙ্গে অনুশীলন করেন। অনুশীলনে দেখে সই করানো হতে পারে কেরলের পেসারকে। নাইটদের সমস্ত হোম ম্যাচ ইডেনে করার ব্যাপারে আশাবাদী ভেঙ্কি মাইসোর। একান্ত না হলে দু’-একটি ম্যাচ সরতে পারে গুয়াহাটি বা রাঁচিতে করার পরিকল্পনা। বিশ্বকাপের আগে কুলদীপ ছাড়া কোনও ভারতীয় বোলার না থাকায় অ্যাডভান্টেজ মানছে নাইট শিবির। আজ, বৃহস্পতিবার ব্যাটিং কোচ ক্যাটিচ যোগ দেবেন অনুশীলনে।

Loading...

First published: 12:52:18 PM Mar 14, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर