হোম /খবর /খেলা /
কোহলি-গম্ভীরের ঝামেলায় এবার আসরে কলকাতা পুলিশ! জল গড়াল অনেক দূর

কোহলি-গম্ভীরের ঝামেলায় এবার আসরে কলকাতা পুলিশ! জল গড়াল অনেক দূর

Kokata police on virat-gambhir spat: গম্ভীর-কোহলির ঝামেলার মাঝে কলকাতা পুলিশ!

  • Share this:

কলকাতা: বিরাট এবং গৌতম গম্ভীর এখন ট্রেন্ডিং টপিক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, সব জায়গায় আপাতত এই দুই মহাতারকাকে নিয়েই কথা হচ্ছে।

আইপিএল ২০২৩-এ নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কোহলি ও গম্ভীর। লখনউ ও ব্যাঙ্গালোরের ম্যাচের পর কোহলি ও গম্ভীর ঝামেলায় জড়িয়েছিলেন। সেই ঝামেলা বিরাট আকার নেয়।

এবার বিরাট ও গম্ভীরের ঝামেলায় আসরে কলকাতা পুলিশ। বরাবরই কোনও ট্রেন্ডিং টপিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় কলকাতা পুলিশকে। এবারও সেটাই হল।

আরও পড়ুন- হাত জোড় করে নমস্কার, তার পর পায়ে হাত দিয়ে প্রণাম! বিরাট কোহলি এখনও 'রাজা'

লখনউয়ের একানা স্টেডিয়ামে বিরাট ও গম্ভীরের ঝামেলার পর সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকেই বলছেন, বিরাট কোহলি বড্ড বেশি ঔদ্ধত্য দেখিয়েছেন। কেউ আবার বলছেন, কোহলিকে আগে উত্তক্ত করেছেন গম্ভীর। কোহলি স্রেফ তার জবাব দিয়েছেন।

বিরাট ও গম্ভীরের ইতিমধ্যে জরিমানা হয়েছে। এবার সেই বিষয় নিয়ে কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করা হল। সাইবার ক্রাইম নিয়ে সতর্কতামূলক পোস্ট।

বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ছবি ব্যবহার করা হয়েছে সেই পোস্টে। মানি হাইস্টের প্রফেসরের ছবি দিয়ে সেই পোস্টে লেখা হয়েছে, "আপনার ফোনে যে OTP-টা গেছে সেটা বলুন।" এর ঠিক নীচেই বিরাট কোহলির মুখে আঙুল দেওয়া ছবি। তাতে লেখা - "আপনি"।  অর্থাৎ, আপনাকে এক্ষেত্রে চুপ থাকতে হবে। কাউকে ওটিপি দেওয়া যাবে না।

আরও পড়ুন- আম্পায়ারের হাতে চড় খেল লখনউয়ের বোলার! বিরাটের উইকেট নিতেই কেলেঙ্কারি

বিভিন্ন সতর্কতামূলক পোস্টে কলকাতা পুলিশ এই ধরণের মজার মিম ব্যবহার করে। যাতে খুব সহজে ও মজার ছলে সাধারণ মানুষকে সতর্ক করা যায়। আর সেইসব পোস্ট বেশ ভাইরাল হয়।

Published by:Suman Majumder
First published:

Tags: Gautam Gambhir, Virat Kohli