#দুবাই: টানা ১৮ টেস্টে অপরাজিত বিরাটের টিম ইন্ডিয়া ৷ টেস্টে এখন ভারতীয় দলকে প্রায় ধরাই যাচ্ছে না ৷ বিরাট কোহলির নেতৃত্বে এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া ৷ টেস্টে এত দুরন্ত রেকর্ডের পরেও আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে জায়গা হল না বিরাটের ৷ তবে টেস্ট দলে জায়গা না পেলেও আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে-তে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি ৷
আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে দলে শুধু অধিনায়ক বিরাটই নন ৷ জায়গা পেয়েছেন আরও দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাও ৷ কিন্তু টেস্ট টিমে আশ্চর্যজনকভাবে রবিচন্দ্রন অশ্বিন ছাড়া জায়গা হয়নি আর কোনও ভারতীয় ক্রিকেটারেরই ৷ দুই অস্ট্রেলিয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং মিচেল স্টার্কই শুধুমাত্র টেস্ট এবং ওয়ান ডে দুই দলেই সুযোগ পেয়েছেন ৷ আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে দলে বিরাট কোহলি ছাড়া অন্যান্য ক্রিকেটাররা হলেন ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রোহিত শর্মা, এবি ডেভিলিয়ার্স , জোস বাটলার, মিচেল মার্শ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা, সুনীল নারিন এবং ইমরান তাহির ৷ এছাড়া আইসিসি-র বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারায়েস ইরাসমাস ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC ODI Team Captain, ICC Rankings, ODI Rankings, Virat Kohli