#মুম্বই: ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলের কফি উইথ করণ বিতর্ক পিছু ছাড়ছে না৷ বিসিসিআই-এর সাসপেনশনের পরে এ বার যোধপুরে মামলা দায়ের করা হল কেএল রাহুল ও পান্ডিয়ার বিরুদ্ধে৷ মামলা দায়ের করা হয়েছে পরিচালক করণ জোহারের বিরুদ্ধেও৷
করণ জোহারের শো-তে আটলটপকা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত নিন্দার শিকার হয়েছেন দু জনেই৷ ক্ষমা চেয়েও পার পাননি৷ ভারতীয় বোর্ড দু জনকেই সাসপেন্ড করে৷ গত ২৪ জানুয়ারি তাঁদের সাসপেনশন উঠে গিয়েছে৷
তারপর থেকে নিউ জিল্যান্ডে ভারতীয় দলে খেলছেন পান্ডিয়া৷ কেএল রাহুল খেলছেন ইংল্যান্ড লায়ন্স-এর বিরুদ্ধে ইন্ডিয়া এ টিমে৷ নিউ জিল্যান্ডে শেষ তিনটি একদিনের ম্যাচ খেলেছেন পান্ডিয়া৷ মাঠে দুর্দান্ত পারফরম্যান্স৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, KL Rahul, Kofee With Karan