#CWC2019: Ind vs NZ: বিশ্বকাপের মঞ্চে কেমন টক্কর এই দুই দলের ,পরিসংখ্যান জানুন

Bangla Editor | News18 Bangla
Updated:Jul 08, 2019 01:35 PM IST
#CWC2019: Ind vs NZ: বিশ্বকাপের মঞ্চে কেমন টক্কর এই দুই দলের ,পরিসংখ্যান জানুন
Photo Courtesy - BCCI/ Twitter
Bangla Editor | News18 Bangla
Updated:Jul 08, 2019 01:35 PM IST

#ম্যাঞ্চেস্টার: সেমির আগে দেখা হওয়ার কথা ছিল একবার। কিন্তু বৃষ্টির জন্য সেটা আর হয়ে ওঠেনি।  চলতি বিশ্বকাপে প্রথমবার দেখা হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের।

বিশ্বকাপে শেষ দেখা ষোলো বছর আগে। সৌরভের টিম ইন্ডিয়া সুপার সিক্সে একপেশে লড়াইয়ে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। তারপর আবার দুহাজার উনিশ। এরমধ্যে একাবার ঢুকেছে ভারতে। কিন্তু দুবার সেমি ফাইনাল ও এক ফাইনালের উঠেও কাপ জেতা হয়নি কিউইদের। মঙ্গলের ম্যানচেস্টারে নতুন লড়াইয়ে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। নটিংহ্যামে গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছিল৷

বিশ্বকাপের পরিসংখ্যানের নিরিখে এগিয়ে অবশ্য নিউজিল্যান্ডই।  আট ম্যাচের মধ্যে চারবার জিতেছে কিউইরা। তিনটে জয় ভারতের। আর একবার ম্যাচের কোনও ফলাফল হয়নি ৷

উনিশশো নিরানব্বইয়ের বিলেত বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুদল। নটিংহ্যামে সেই ম্যাচ আট বল বাকি থাকতে জিতে সেমিতে পৌঁছেছিলেন ফ্লেমিং, হ্যারিসরা।

গ্রুপ পর্বে বৃষ্টিতে ম্যাচ ধুয়ে গিয়েছিল। কিন্তু প্রস্তুতি ম্যাচে উইলিয়ামসনের বিরুদ্ধে উড়ে গিয়েছিলেন বিরাটরা। বোল্ট, সাউদির পেসের সামনে কোনও উত্তর ছিল তাঁদের। তবে ওয়ার্ম আপ ধাক্কা ভুলে বিশ্বকাপে বিরাটের ভারত অন্য মেজাজে। একটা ইংল্যান্ড হার বাদ দিয়ে তুখোড় ফর্মে। এদিকে গ্রুপে শেষ তিন ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। তাহলে কোথাও কি পাল্লা ভারি বিরাটদের? উত্তর দেবে মঙ্গলবারের ম্যাঞ্চেস্টার ৷

Loading...

আরও দেখুন

First published: 01:28:40 PM Jul 08, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर