#নয়াদিল্লি: তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডে ম্যাচে ইংরেজদের কুপোকাত করেছে ভারত। তার পর টিম হোটেল থেকে ভাইরাল হল এক ছবি। পান্থ, কোহলি, রাহুল থেকে শুরু করে হেড কোচ রবি শাস্ত্রীকেও দেখা গেল সেই ছবিতে। তবে নজর কেড়েছেন বর্তমান দলের উইকেট কিপার কে এল রাহুল (KL Rahul)। কোলে হার্দিকের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর রাহুলের এই ছবিতেই মজেছে নেট দুনিয়া। তাঁদের কথায়, ভারতীয় দলের উইকেট কিপাররাই সেরা বেবিসিটার। কিন্তু কেন এই বেবিসিটারের তকমা? আসল কারণটা কী? জেনে নেওয়া যাক!
সম্প্রতি একটি ছবি ট্যুইট করেন করেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পান্থ (Risabh Pant), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) সহ অন্যদের। এদের মধ্যমণি রবি শাস্ত্রী। তবে নজর কেড়েছেন কে এল রাহুল। ছবিতে পিছনের দিকে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর কোলে রয়েছে হার্দিকের ছেলে অগস্ত্য (Agastya)।
ছবিটি ট্যুইট করে রবি শাস্ত্রী লেখেন, ‘একটি দল সব সময়ে একসঙ্গে থাকে। জৈব সুরক্ষা বলয় থাক বা না থাক। হার জিত তো আসবেই। তবে একসঙ্গে থাকাটা অত্যন্ত বিশেষ। পুণেতে একটা দারুণ দিন কাটল।' আর এর পর থেকেই রাহুলকে নিয়ে একের পর এক ট্যুইট ও কমেন্ট শুরু হয়। সেখানে জুড়ে যায় পান্থের নামও। তবে এর যোগসূত্র খুঁজতে ফিরতে হবে গত বছরের শেষের দিকে।
https://twitter.com/ShreedaAggarwal/status/1374653318245588994https://twitter.com/WasimJaffer14/status/1374700190498574342প্রসঙ্গত, গত বছর ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও এই বেবি সিটার প্রসঙ্গ মাথাচাড়া দিয়ে উঠেছিল। টিম পেইন (Tim Paine) ও ঋষভ পান্থের স্লেজিং ঘিরে সেই ঘটনার সূত্রপাত হয়েছিল। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন পান্থকে বলেছিলেন, তিনি স্ত্রীকে ফিল্ম দেখাতে নিয়ে যেতে চান। তখন কি পান্থ তাঁর বাচ্চাদের জন্য বেবি সিটারের কাজ করতে রাজি আছেন?
https://twitter.com/thebharatarmy/status/1082529634934116358পেইন আরও বলেন, ওয়ানডে দলে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) প্রত্যাবর্তন হয়েছে। তাই পান্থের এই কাজ করতে খুব একটা অসুবিধা হবে না। পালটা দেন পান্থও। বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ায় অধিনায়ক পেইন ব্যাট করতে নামার পরই পান্থ বলতে শুরু করেন, আজ স্পেশ্যাল গেস্ট রয়েছেন। কাম অন ময়ঙ্ক... তুমি কি কখনও 'টেম্পোরারি ক্যাপ্টেন' সম্পর্কে শুনেছ। একের পর এক মন্তব্যের মাধ্যমে পেইনকে উস্কানি দিতে শুরু করেন ভারতীয় দলের তরুণ উইকেট কিপার।
তবে দিন কয়েক পরই ঋষভ পান্থ আর টিম পেইনের বাচ্চাদের একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, পেইনের এক বাচ্চা পান্থের কোলে আর অন্য একজন পেইনের স্ত্রীর কোলে। এর পর থেকেই বেবিসিটার পান্থকে নিয়ে মাতামাতি শুরু হয়। এবার সেই তালিকায় নাম লেখালেন রাহুলও।
প্রসঙ্গত, করোনার মাঝেই স্বপ্নের ফর্মে রয়েছে ভারত। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে তিন ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে কোহলি ব্রিগেড। ৩১৭ রান তাড়া করতে নেমে ২৫১ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। এবার পাখির চোখে রয়েছে দ্বিতীয় ম্যাচ!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, KL Rahul