Home /News /sports /
বিতর্ক অতীত, দলে ফিরলেন কেএল রাহুল, পারবেন কি সুযোগ কাজে লাগতে

বিতর্ক অতীত, দলে ফিরলেন কেএল রাহুল, পারবেন কি সুযোগ কাজে লাগতে

Photo - Instagram

Photo - Instagram

 • Share this:

  #মুম্বই : Koffee with Karan Show তে বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড হয়েছিলেন কেএল রাহুল ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা হলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মধ্যে দেশে ফিরিয়ে আনা হয় তাঁদেরকে ৷

  ভারতীয় দলের জার্সিতে হার্দিক পান্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিরে এলেও কেএল রাহুলকে খেলতে হয়েছে ভারতীয় এ দলের জার্সিতে ৷ অতএব তাঁর সামনে ফের সুযোগ ৷ এমনিতেই বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ ৷ তাই বিশ্বকাপের টিকিট পেতে গেলে এই সিরিজই মওকা পে চওকা মারার চান্স ৷

  আরও পড়ুন - আজ নয়, কাল সকালে শহরে ফিরছে দুই বাঙালি যোদ্ধার দেহ

  নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন এবার পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের টিকিটের লড়াই কেএল রাহুলের ৷ তবে একদিনের দল থেকে বাদ দেওয়া হয়েছে দীনেশ কার্ত্তিককে ৷

  আরও দেখুন

  First published:

  Tags: India vs Australia, KL Rahul, কেএল রাহুল, ভারত বনাম অস্ট্রেলিয়া

  পরবর্তী খবর