#মুম্বই: যেভাবে পরপর দুটো ম্যাচ জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল কেকেআর, পরপর চারটি ম্যাচ হেরে সেটা ধাক্কা খেয়েছে। কিন্তু বিশ্বাস হারাতে রাজি নয় কেকেআর পেসার টিম সাউদি। কেকেআর সমর্থকদের সাউদি প্রতিজ্ঞা করেছেন দলকে যে করে হোক, প্লে অফ তুলবেন। খেলেছেন মাত্র তিন ম্যাচ। তাতেই নিয়েছেন ৮ উইকেট। গড় চোখ কপালে তোলার মতোই, মাত্র ১০! ইকনমি রেটও বেশ কম, ৬.৬৬।
আরও পড়ুন - Rishi Dhawan, IPL : মুখে বিশেষ ফেস গিয়ার পড়ে কেন নেমেছিলেন ঋষি ধাওয়ান? জানলে অবাক হবেন
কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণকে ভরসা দিচ্ছেন টিম সাউদি। যদিও প্যাট কামিন্স আসার পর প্রথম এগারোর বাইরে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু কামিন্সের অফ-ফর্মের সুবাদে ফের দলে ফিরেছেন এই কিউয়ি পেসার। শনিবার প্রত্যাবর্তনেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিয়েছেন তিনটি উইকেট। দু’বার আইপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে সাউদির।
আরও পড়ুন - SRK, KKR : পাকিস্তানের এই অলরাউন্ডারকে কেকেআরের জার্সিতে পেতে ফোন করেছিলেন স্বয়ং শাহরুখ খান! জানেন কে?
২০১১ সালে চেন্নাই সুপার কিংস ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফি জিতেছিলেন তিনি। তবে এখনও কেকেআরে নিজের জায়গা পাকা করতে পারেননি সাউদি। তাঁর আক্ষেপ, অনেক বছর ধরেই আইপিএল খেলছি। কিন্তু নিজের প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারিনি। জানি না, এর কারণ ঠিক কী। আইপিএল খুব কঠিন প্রতিযোগিতা। বিশ্বের প্রথম সারির ক্রিকেটাররা এতে অংশ নেয়। আশা করছি, এবার আইপিএলের রেকর্ড উন্নতি করতে পারব।
দেশের হয়ে ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বে খেলেছেন সাউদি। আর কেকেআরে খেলছেন তাঁর কোচিংয়েই। ডানহাতি পেসার বলেছেন, ব্রেন্ডনের নেতৃত্বের ধরন ভালো লাগত। যেভাবে ও প্রত্যেককে উদ্দীপ্ত করে, তা তারিফযোগ্য। ওর নেতৃত্বে খেলার দিনগুলি উপভোগ করেছি।
এখন কোচ হিসেবেও ভালো লাগছে ওকে। কলকাতা অবশ্য দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্সের কাছে টানা চার ম্যাচ হেরে প্লে-অফের দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে। ঘুরে দাঁড়ানোর ব্যাপারে সাউদি আশাবাদী। তাঁর কথায়, আমরা দ্রুত জয়ে ফিরব। এই ধাক্কা কাটিয়ে উঠব শীঘ্রই। দলের মধ্যে ফিরে আসার জেদ রয়েছে জানিয়েছেন সাউদি।
Published by:Rohan Chowdhury
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।