হোম /খবর /খেলা /
'কেকেআরে ফিরে এস গম্ভীর'! নাইট সমর্থকদের বার্তা ইডেনের গ্যালারিতে

Gautam Gambhir: 'কেকেআরে ফিরে এস গম্ভীর'! নাইট সমর্থকদের বার্তা ইডেনের গ্যালারিতে

গম্ভীরের পক্ষে আওয়াজ উঠল ইডেনে

গম্ভীরের পক্ষে আওয়াজ উঠল ইডেনে

  • Share this:

কলকাতা: তখন রিঙ্কু লড়াই চালিয়ে যাচ্ছেন লখনউয়ের বিরুদ্ধে। সেই লখনউয়েরই মেন্টর গৌতম গম্ভীর। আর তারই মাঝে টিভির পর্দায় ফুটে উঠল বড় একটি ব্যানারে। তাতে লেখা, ‘ব্রিং ব্যাক জিজি টু কেকেআর’; অর্থাৎ, গৌতম গম্ভীরকে কেকেআরে ফিরিয়ে আনো। স্টেডিয়ামের বড় স্ক্রিনেও সেই ব্যানার ফুটে উঠেছে। নিশ্চয় গৌতমেরও চোখ গিয়েছে সেদিকে। সেই মুহূর্তে ক্ষণিকের জন্য হলেও কি গৌতমের মনে কেকেআর প্রীতি ফের জেগে উঠেছিল?

খুব সম্ভবত না। পেশাদার ক্রিকেটে আবেগের স্থান নেই। গৌতম গম্ভীর। কলকাতা নাইটরাইডার্সের হয়ে ১০৮টি ম্যাচ খেলেছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দু’বার আইপিএল ট্রফি এনে দিয়েছেন। তাঁর ক্রিকেট বুদ্ধিতে কলকাতাকে মুগ্ধ করে রেখেছিলেন আধা যুগ। গৌতমের না হারা মনোভাবও কলকাতার মন জয় করেছিল। একসময় এই মনোভাবই দেখা যেত সৌরভের মধ্যে।

এদিকে গৌতমের পর আর কেউ আইপিএল জয়ের স্বাদ এনে দিতে পারেনি কেকেআর সমর্থকদের কাছে। তাই গম্ভীরের সাফল্যের জন্য কলকাতার সমর্থকরা কিছুটা হলেও তার প্রতি দুর্বল। কেকেআর বাঙালি ক্রিকেটার নেয় না এই অভিযোগ সত্যি। কিন্তু সেটা করেও যদি চ্যাম্পিয়ন হতে পারত, তাহলে এত কথা হত না। কিন্তু নয় বছর হয়ে গেল, সেই দুটো ট্রফি জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

জঘন্য দক্ষিণ ভারতীয় ম্যানেজমেন্ট দলটাকে নষ্ট করছে। শাহরুখ খান নামেই মালিক। জুহি চাওলা এবং তার স্বামী ক্রিকেটের কিছুই বোঝেন না। আর যে সিইও দলটার দেখাশোনা করেন তিনি নিজের পছন্দের প্লেয়ার সই করান। সব মিলিয়ে কেকেআর ম্যানেজমেন্টের অনেক সিদ্ধান্ত নিয়েই খুশি নন সমর্থকরা।

কলকাতার নাম খারাপ করছে তারা। তার মধ্যে শনিবার রাতে গৌতম গম্ভীরের পক্ষে এমন পোস্টার নতুন ইঙ্গিত দিল। তবে ক্রিকেটে কোনও কিছুই স্ট্যাটিক নয়। আজ যা আছে কাল নাও থাকতে পারে। তাই গৌতম গম্ভীর ভবিষ্যতে কেকেআরে ফিরবেন না কে বলতে পারে?

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Gautam Gambhir, Kkr, LSG