corona virus btn
corona virus btn
Loading

ঐতিহ্যশালী উইম্বলডনের কোর্টে নেমে কী করলেন এই দর্শক ?

ঐতিহ্যশালী উইম্বলডনের কোর্টে নেমে কী করলেন এই দর্শক ?

দর্শককে ক্লিস্টার্স চ্যালেঞ্জ ছুঁড়লেন কোর্টে নেমে তাঁর সার্ভিস সামলানোর জন্য ৷

  • Share this:

#লন্ডন: টেনিসের চারটি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে সবথেকে বেশি ঐতিহ্যশালী কোনটি, সে তো কারোরই অজানা নয় ৷ উইম্বলডন নিয়ে আগ্রহ সবারই অনেক বেশি ৷ ঐতিহ্যশালী অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে খেলোয়াড়দের ‘ডিসিপ্লিন’ নিয়েও যথেষ্ট কড়া টুর্নামেন্টের সংগঠকরা ৷ কিন্তু সেখানেই এবছর যে দৃশ্যের সাক্ষী থাকলেন দর্শকরা, তা না দেখলে বিশ্বাসই হবে না ৷

মেয়েদের ডাবলসের খেলা চলছিল ৷ টেনিস কোর্টে খেলা চলাকালীন এমনিতেই দর্শকদের চুপচাপ থাকারই নিয়ম ৷ কিন্তু এক দর্শক সেই নিয়মের তোয়াক্কা না করে গ্যালারিতে বসেই প্রায় খেলতে নেমে গিয়েছিলেন ৷ টেনিস তারকা ক্লিম ক্লিস্টার্সের সার্ভিস নিয়েও গ্যালারিতে বসে নানারকম টিকা-টিপ্পনি দিচ্ছিলেন তিনি ৷ কিন্তু এরপর যা ঘটে গেল, তা এককথায় অবিশ্বাস্য ৷ সেই দর্শককে ক্লিস্টার্স চ্যালেঞ্জ ছুঁড়লেন কোর্টে নেমে তাঁর সার্ভিস সামলানোর জন্য ৷ সবুজ টি-শার্ট এবং নীল হাফ-প্যান্ট পরা মোটাসোটা সেই দর্শকের ‘ড্রেসকোড’ ঠিকঠাক ছিল না বলে নিজের স্কার্ট এবং টি-শার্ট তাঁকে পরিয়ে দেন ক্লিস্টার্স ৷ এই দৃশ্য দেখে কোর্টে উপস্থিত সকলেই অট্টহাসিতে ফেটে পড়েন ৷ হাসতে হাসতে মাটিতেই পড়ে গিয়েছিলেন ক্লিস্টার্সও ৷ এরপর তাঁর সার্ভিস সামলাতে প্রায় নাকানিচোবানি খেলেন সেই এক্সপার্ট দর্শক ৷

First published: July 19, 2017, 8:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर