#নয়াদিল্লি:
ক্রিকেটে এখন অনেক বদল হয়েছে। সব কিছু আর আগের মতো নেই। এখনকার ক্রিকেটাররা নিজেদের ফিট বলে দাবি করেন। এমনকী, ফিটনেসের ব্যাপারে কোনও আপোস করতেও তাঁরা নারাজ। ভারতীয় দলের ক্রিকেটাররাও ফিটনেস সচেতন। বিশেষ করে এমএস ধোনি দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় দলে ফিটনেস নির্ভর সংস্কৃতির আমদানি হয়েছে। এই সংস্কৃতির বাহক হিসাবে রয়েছেন বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি। তিনি ও তাঁর সতীর্থরা ফিটনেস-এর ব্যাপারে সবসময় সচেতন। তবুও কেন এখনকার বোলাররা এত সহজে হাঁপিয়ে যাচ্ছেন! এই প্রশ্ন আমাদের নয়। কপিল দেবের। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রশ্ন তুলেছেন, কেন এখনকার বোলাররা মাত্র চার ওভার বল করেই হাঁপিয়ে যাচ্ছে!ভারতীয় দলে এখন কোনও ফাস্ট-বোলিং অলরাউন্ডার নেই। হার্দিক পান্ডিয়া ছিলেন। তবে তাঁর পিঠের চোটের কারণে সমস্যা তৈরি হয়েছে। ফলে এখন ভারতের হাতে ফাস্ট-বোলিং অলরাউন্ডার নেই। আর এখানেই কপিল দেবের প্রশ্ন। পান্ডিয়া না থাকায় বড় শূন্যস্থান তৈরি হয়েছে। পান্ডিয়া নেই বলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভুগতে হয়েছে ভারতকে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে ভাল মানের ফাস্ট-বোলিং অলরাউন্ডার না থাকায় ভারতীয় দল ভউগতে পারে বলে জানাচ্ছেন কপিল। এদিন কপিল বলেছেন,''এখন বছরে ১০ মাস ক্রিকেট চলে। তাই ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতাও বেশি। এখন ক্রিকেটে অনেক বদল হয়েছে। কিন্তু একজন বোলার মাত্র ৪ ওভার বল করে হাঁপিয়ে যাচ্ছে, এটা মেনে নিতে পারছি না। কিছু ক্ষেত্রে সেই বোলারকে চার বা পাঁচ ওভারের বেশি বল করতে দেওয়া হচ্ছে না।''
কপিল এদিন আরও বলেন, ''আমাদের সময় যে ব্যাটসম্য়ান নেটে সবার শেষে আসত তাকেও কম করে দশ ওভার বোলিং করতাম আমরা। ওই মাইন্ডসেট আমাদের তৈরি হতে সাহায্য করেছে। আমাদের শরীর পেশিবহুল করে তুলেছিল। চার ওভার বল করে হাঁপিয়ে গেলে তো টিম ম্য়ানেজমেন্টকে ভাবতে হবে। ফিটনেস এত সহজে বজায় থাকবে না।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fitness, Kapil Dev, Team India