• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • স্বার্থের সংঘাত! BCCI-এর উপদেষ্টা কমিটির প্রধান পদে পদত্যাগ কপিল দেবের

স্বার্থের সংঘাত! BCCI-এর উপদেষ্টা কমিটির প্রধান পদে পদত্যাগ কপিল দেবের

কপিল দেব

কপিল দেব

সংবাদ সংস্থাকে কপিল তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন৷ সূত্রের খবর, বিসিআই-এর সঙ্গে স্বার্থের সংঘাত হচ্ছে কপিল দেবের৷ পদত্যাগ করতে চেয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন অধিনায়ক৷

 • Share this:

  #নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এক অ্যাড-হক ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি থেকে পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব৷ তিন সদস্যের ওই কমিটির প্রধান ছিলেন কপিল৷

  সংবাদ সংস্থাকে কপিল তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন৷ সূত্রের খবর, বিসিআই-এর সঙ্গে স্বার্থের সংঘাত হচ্ছে কপিল দেবের৷ পদত্যাগ করতে চেয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন অধিনায়ক৷

  স্বার্থের সংঘাতের অভিযোগে বোর্ডকে চিঠি দিয়েছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সঞ্জীব গুপ্তা৷ সেই চিঠির ভিত্তিতে উপদেষ্টা কমিটির ৩ সদস্যকে নোটিস দেয় বোর্ড৷ নোটিসের কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করলেন কপিল দেব৷ বুধবার সকালে সিইও-কে পদত্যাগ করতে চেয়ে চিঠি দিয়েছেন কপিল৷

  কপিল ছাড়াও পদ ছাড়লেন কমিটির সদস্য শান্তা রঙ্গস্বামী৷ কমিটিতে রয়েছেন ভারতের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়ও৷

  আরও ভিডিও: ভারতীয় দলের কোচ কেমন হবেন, মুখ খুললেন কপিল দেব

  First published: