হোম /খবর /খেলা /
বাটলার এবং অধিনায়ক সঞ্জুর ব্যাটে হায়দারাবাদের বিপক্ষে বিশাল রান রাজস্থানের

SRH vs RR: বাটলার এবং অধিনায়ক সঞ্জুর ব্যাটে হায়দারাবাদের বিপক্ষে বিশাল রান রাজস্থানের!

বাটলার এবং সঞ্জুর ব্যাটে বড় রান তুলল রাজস্থান

বাটলার এবং সঞ্জুর ব্যাটে বড় রান তুলল রাজস্থান

  • Share this:

হায়দরাবাদ: নিজেদের প্রথম ম্যাচে নেমেই রাজস্থান রয়েলস দুর্দান্ত ব্যাটিং শুরু করল। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক ভুবনেশ্বর কুমার। রাজস্থানের দুই ওপেনার জয়েসওয়াল এবং বাটলার প্রথম থেকেই ঝড় তুললেন। বিশেষ করে জস বাটলার। আইপিএলে এর আগে তার বেশ কয়েকটি সেঞ্চুরি ছিল।

আজ যেভাবে শুরু করলেন বাটলার তাতে মনে হচ্ছিল আবার একটি সেঞ্চুরি আসতে চলেছে আইপিএলে। ২২ বলে ৫৪ করে ফিরে গেলেন। সাতটা বাউন্ডারি এবং তিনটি ছক্কা ছিল ইনিংসে। স্টাইক রেট ছিল ২৪৫। যতক্ষণ ছিলেন মাথা খারাপ হয়ে যাচ্ছিল হায়দরাবাদের। আফগান পেসার ফারুকির বলে বোল্ড হলেন ইংরেজ তারকা। স্বস্তি পেল সানরাইজার্স।

প্রথম ছয় ওভারেই ৮৫ তুলে ফেলল রাজস্থান। এরপর ৫০ পূর্ণ করে ফেললেন জয়েসওয়াল। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ফর্ম আইপিএলে বজায় রাখলেন তিনি। ফারুকির বলেই মারতে গিয়ে আউট হলেন ৫৪ করে। উমরান মালিক এদিন দুরন্ত কিছু বল করতে না পারলেও একটি স্বপ্নের ডেলিভারিতে বোল্ড করলেন দেবদত্ত পারিকালকে। নিজের ৫০ পূর্ণ করে ফেললেন অধিনায়ক সঞ্জু। অন্যদিকে ছিলেন ক্যারিবিয়ান হেটমায়ার। শেষ পর্যন্ত দুজনে মিলে দলের রান ২০০ পার করলেন।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: IPL 2023, Rajasthan Royals, SRH