#রাজকোট: সেই রুটেই বে-রুট ভারত। রাজকোটে কেরিয়ারের একাদশ টেস্ট শতরান করে রুট জানান দিলেন চট্টগ্রাম স্রেফ দুর্ঘটনা মাত্র।
‘ইস রুট কী আভি সব লাইন ব্যস্ত হ্যায় !’ রাজকোটে এটাই হতে পারে দিনের সেরা মন্তব্য। বক্তা টুইটার কিং বীরেন্দ্র সেহওয়াগ। কমেন্ট্রি বক্স থেকে করা বীরুর এই মন্তব্য এখন ভাইরাল। নিঃসন্দেহে প্রথম দিনের শেষে রুটের ব্যাটেই চাপে পড়লেন বিরাট। মাস কয়েক আগের কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্রিটিশ ক্রিকেটারকে নিয়ে অনেক ব্যঙ্গ হয়েছিল। রাজকোটে যেন তারই জবাব দিলেন।
বিশ্ব ক্রিকেটে যে কয়েকজন ক্লাসিক্যাল টেস্ট ব্যাটিং করেন তাঁদের মধ্যে জো রুট একজন। বেশ কয়েক বছর আগে এই দাবি করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ ভুল নন, সেটাই দেখল গুজরাতের এই শহর। তাঁর দুরন্ত ১২৪ আপাতত ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে চিন্তার বিষয়। পাঁচ টেস্টের সিরিজে তিনি যে ভারতীয় বোলিংকে ভোগাবেন, তা বুধবারের প্রথম দিন থেকেই স্পষ্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind-Eng Series, Joe Root, Rajkot Test, Test Series, জো রুট