#লন্ডন: মেয়েদের ক্রিকেটে শুধু ভারতবর্ষের নয় সারা পৃথিবীর জীবন্ত কিংবদন্তি তিনি। সেই কিংবদন্তির বিদায় আবেগঘন হয়ে পড়বে পরিবেশ সেটাই স্বাভাবিক। ৩৯ ওভারে যখন ব্যাট করতে নামলেন ঝুলন গোস্বামী তখন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা দুদিকে দাঁড়িয়ে তাকে গার্ড অফ অনার প্রদান করেন।
প্রত্যুত্তরে ঝুলন হাত তুলে সেই অভিবাদন গ্রহণ করেন। স্পিরিট অফ ক্রিকেট মিনিং মেনে এ যেন এক অপূর্ব দৃশ্য। লর্ডসের মাঠে শতরান করে টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন সৌরভ। সেই মাঠেই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলছেন ঝুলন।
দুই বাঙালির ক্রিকেট জীবনের সঙ্গেই জড়িয়ে রইল লর্ডস। এক জনের শুরু, অন্য জনের সারা। ক্যারিয়ারের শেষ ইনিংসে ডোনাল্ড ব্র্যাডম্যান করেছিলেন শূন্য রান। আজ ঝুলনের ক্ষেত্রেও তাই হল। প্রথম বলেই বোল্ড ঝুলন গোস্বামী। তবে তার চোখ জলে ভরে গিয়েছিল কিনা জানা নেই।
For over 20 years Jhulan Goswami has run in, hit a length and blazed a trail.
She has bowled nearly 10,000 balls in ODI cricket, and she may just have inspired as many young girls to try cricket. Thanks @JhulanG10, you’re an inspiration. pic.twitter.com/EMeCtAA5Wa — England Cricket (@englandcricket) September 24, 2022
তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে আলইস কাপসিকে আউট করলেন তিনি। পয়েন্ট ক্যাচ নিলেন দেওল। এরপর এই গোটা ভারতীয় দল এসে জড়িয়ে ধরল তাদের প্রিয় ঝুলুদিকে। কারণ রান অত্যন্ত কম হলেও আজ এই ম্যাচ ভারতের মেয়েরা শুধুমাত্র ঝুলনের কারণে জিততে চেয়েছিলেন তাতে সন্দেহ নেই। তাই রেনুকা ঠাকুর অসাধারণ বল করলেন। তার সুইং সামলাতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছিল ইংলিশ ব্যাটসম্যানদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhulan Goswami