হোম /খবর /খেলা /
ঝুলনকে গার্ড অফ অনার ইংল্যান্ড দলের, লর্ডসে বাংলার মেয়ের বিরাট সম্মান

ঝুলনকে গার্ড অফ অনার ইংল্যান্ড ক্রিকেট দলের, লর্ডসে বাংলার মেয়ের বিরাট সম্মান

জীবনের শেষ ম্যাচে লর্ডসে ঝুলন

জীবনের শেষ ম্যাচে লর্ডসে ঝুলন

Jhulan Goswami receives special guard of honour from English cricket team at Lords. ঝুলনকে গার্ড অফ অনার ইংল্যান্ড ক্রিকেট দলের, লর্ডসে বাংলার মেয়ের বিরাট সম্মান

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: মেয়েদের ক্রিকেটে শুধু ভারতবর্ষের নয় সারা পৃথিবীর জীবন্ত কিংবদন্তি তিনি। সেই কিংবদন্তির বিদায় আবেগঘন হয়ে পড়বে পরিবেশ সেটাই স্বাভাবিক। ৩৯ ওভারে যখন ব্যাট করতে নামলেন ঝুলন গোস্বামী তখন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা দুদিকে দাঁড়িয়ে তাকে গার্ড অফ অনার প্রদান করেন।

প্রত্যুত্তরে ঝুলন হাত তুলে সেই অভিবাদন গ্রহণ করেন। স্পিরিট অফ ক্রিকেট মিনিং মেনে এ যেন এক অপূর্ব দৃশ্য। লর্ডসের মাঠে শতরান করে টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন সৌরভ। সেই মাঠেই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলছেন ঝুলন।

দুই বাঙালির ক্রিকেট জীবনের সঙ্গেই জড়িয়ে রইল লর্ডস। এক জনের শুরু, অন্য জনের সারা। ক্যারিয়ারের শেষ ইনিংসে ডোনাল্ড ব্র্যাডম্যান করেছিলেন শূন্য রান। আজ ঝুলনের ক্ষেত্রেও তাই হল। প্রথম বলেই বোল্ড ঝুলন গোস্বামী। তবে তার চোখ জলে ভরে গিয়েছিল কিনা জানা নেই।

তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে আলইস কাপসিকে আউট করলেন তিনি। পয়েন্ট ক্যাচ নিলেন দেওল। এরপর এই গোটা ভারতীয় দল এসে জড়িয়ে ধরল তাদের প্রিয় ঝুলুদিকে। কারণ রান অত্যন্ত কম হলেও আজ এই ম্যাচ ভারতের মেয়েরা শুধুমাত্র ঝুলনের কারণে জিততে চেয়েছিলেন তাতে সন্দেহ নেই। তাই রেনুকা ঠাকুর অসাধারণ বল করলেন। তার সুইং সামলাতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছিল ইংলিশ ব্যাটসম্যানদের।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Jhulan Goswami