#ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধুয়ে দিলেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা জাভে মিয়াঁদাদ৷ রীতিমতো চ্যালেঞ্জের সুরে তিনি বলেছেন, রাজনীতিতে নেমে ইমরানের সঙ্গে যা বোঝার বুঝে নেবেন৷ শুধু তাই নয়, ইমরান নিজেকে ভগবান মনে করছেন বলেও কটাক্ষ করেছেন মিয়াঁদাদ৷ জাভেদ মিয়াঁদাদের মূল অভিযোগ, দেশের ক্রিকেটের সর্বনাশ করছেন ইমরান৷
মিয়াঁদাদের অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডে অদক্ষ লোকদের বসিয়ে রেখেছেন ইমরান৷ মিয়াঁদাদের ক্ষোভ ওয়াসিম খানকে পাক ক্রিকেট বোর্ডের সিইও পদে বসানোয়৷ যিনি ইংল্যান্ডেই ছোটবেলার থেকে মানুষ হয়েছেন৷ প্রাক্তন পাক অধিনায়কের দাবি, পিসিবি আলো করে যাঁরা বসে রয়েছেন, খেলার দুনিয়া সম্পর্কে তাঁদের ন্যূনতম অভিজ্ঞতা নেই৷ অথচ দেশের মধ্যে যোগ্য যাঁরা রয়েছেন, তাঁদের দায়িত্ব দেওয়া হচ্ছে না৷ বর্তমান পাক ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মিয়াঁদাদ৷
ইমরানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মিয়াঁদাদ বলেন, 'বরাবর আমি তোমার অধিনায়ক ছিলাম, তোমার নেতৃত্বে আমি খেলিনি৷ রাজনীতিতে একবার আসি, তার পরে আমার সঙ্গে তোমার কথা হবে৷ সব সময় আমি তোমায় নেতৃত্ব দিয়েছি, আর এখন তোমার হাবভাব দেখে মনে হয় তুমি ভগবান৷ দেখে মনে হয় দেশে একমাত্র তুমিই বুদ্ধিমান মানুষ আর পাকিস্তানের অন্য কেউ কোনও দিন অক্সফোর্ড, কেমব্রিজ বা দেশের কোনও বিশ্ববিদ্যালয়েও যায়নি! মানুষের কথা একটু ভাবো!'
ইমরানকে বিঁধে মিয়াঁদাদ আরও বলেন, 'তুমি তো মানুষের জন্য কাজ করছ না৷ আমার বাড়িতে ঢুকে তুমি প্রধানমন্ত্রী হয়ে বেরিয়েছিলে! এ কথা মিথ্যে হলে ইমরান অস্বীকার করুক, আমি চ্যালেঞ্জ করছি৷'
ইমরানের উপর মিয়াঁদাদের রাগ যেন কমারই নয়৷ তিনি আরও বলেছেন, 'এসব করলে আর সত্যিকারের পাকিস্তানি হওয়ার মানে কী হল? একজন প্রকৃত পাকিস্তানি নিজেও বাঁচে, অন্যদেরও বেঁচে থাকতে সাহায্য করে৷ নিজের কাছের মানুষের পাশে দাঁড়ায়৷ আমি সাধারণ মানুষের মনের কথা তুলে ধরছি৷ আমি জানি সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায় কিন্তু আমার পক্ষে গোটা বিশ্বের সামনে সবকিছু তুলে ধরা সম্ভব!'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Imran Khan, Pakistan