ইনিংস ও ৭৫ রানে জয়ী ভারত ৷ সেইসঙ্গে সিরিজ জিতল ৪-০ ব্যবধানে৷
#চেন্নাই : করুণ নায়ারের তিনশো ৷ ভারতের সাতশো রান ৷ চতুর্থ দিন পর্যন্ত অনেক রেকরর্ডেরই সাক্ষী থেকেছে চিপক ৷ কিন্তু শো যে এখানেই শেষ হচ্ছে না ৷ সেটা খুব বেশি মানুষ কিন্তু আন্দাজ করতে পারেননি ৷ পঞ্চম দিন টেস্ট ড্র হচ্ছে বলে সবাই প্রায় ধরেই নিয়েছিলেন ৷ তাই মঙ্গলবারের কাজের দিন মাঠমুখো হননি অনেক ক্রিকেটপ্রেমীই ৷ কিন্তু যারা এলেন, তাঁরা একটা ঐতিহাসিক ম্যাচ দেখারই সুযোগ পেলেন ৷ লাঞ্চ পর্যন্ত একটাও উইকেট না হারালেও ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামল মধ্যাহ্নভোজের পরই ৷ সৌজন্যে অবশ্যই রবীন্দ্র জাদেজা ৷ ৪৮ রান দিয়ে সাত উইকেট নিলেন তিনি ৷
এবারের ক্রিসমাস অবশ্য একেবারেই ভাল যাচ্ছে না ব্রিটিশদের জন্য ৷ শুরুটা ড্র দিয়ে করলেও যতো সিরিজ এগিয়েছে, ততই কুক-বাহিনীর কঙ্কালসার চেহারাটা ধরা পড়েছে ৷ গত তিনটে টেস্টে কিছুটা লড়াই করলেও চেন্নাইতে ব্যাটিং-বোলিং সব বিভাগেই চূড়ান্ত ফেল ইংল্যান্ড ৷ এক ইনিংস ও ৭৫ রানে শেষপর্যন্ত ম্যাচ হারল তারা ৷প্রথম ইনিংসে ৪৭৭ রান তুলেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। লোকেশ রাহুলের ১৯৯ ও করুণ নায়ারের ৩০৩ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় ইনিংসে জাদেজার সাত উইকেটে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড ব্যাটিং। চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ বরদার প্রভাবে বিপর্যস্ত ছিল জনজীবন। এরপর প্রয়াত হন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। এই আবহে নিয়মরক্ষার টেস্ট খেলতে নেমেছিলেন কোহলিরা। শেষ পর্যন্ত এই টেস্টও জিতে নিতে সফল ভারত ৷ এবছর ১২ টা টেস্টের পাশাপাশি টানা ১৮ টা টেস্ট অপরাজিত কোহলি ব্রিগেড ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।