Home /News /sports /

সতীর্থদের সঙ্গে যোগ দিতে বিলেতে পাড়ি জাদেজা-বুমরাহদের

সতীর্থদের সঙ্গে যোগ দিতে বিলেতে পাড়ি জাদেজা-বুমরাহদের

Photo Courtesy: Jasprit Bumrah/Instagram Handle

Photo Courtesy: Jasprit Bumrah/Instagram Handle

টি২০, ওয়ান ডে সিরিজ শেষ ৷ এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের কঠিন লড়াইয়ের সামনে পড়তে চলেছে টিম ইন্ডিয়া ৷

 • Share this:

  #লন্ডন: টি২০, ওয়ান ডে সিরিজ শেষ ৷ এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের কঠিন লড়াইয়ের সামনে পড়তে চলেছে টিম ইন্ডিয়া ৷ টেস্ট সিরিজের জন্য বেশ কিছু পরিবর্তন হয়েছে ভারতীয় দলে ৷ টেস্ট দলে যোগ দেওয়ার জন্য সোমবার ইংল্যান্ডে উড়ে গেলেন ইশান্ত শর্মা, মহম্মদ শামি, চেতেশ্বর পূজারা এবং রবীন্দ্র জাডেজারা ৷

  আঙুলে চোটের জন্য ইংল্যান্ড সফরের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছিল বুমরাহকে ৷ এবার বাকীদের সঙ্গে তিনিও রওনা দিলেন লন্ডনের উদ্দেশ্যে ৷ ওয়ান ডে সিরিজ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে ইংল্যান্ড দলের ৷ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলের অতীত পারফরম্যান্স একেবারেই আহামরি কিছু নয় ৷ এবার  কোহলি ব্রিগেডের  কাছেই টেস্ট সিরিজ জেতার সেরা সুযোগ বলে ধরা হচ্ছে ৷ সোমবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে টিমমেটদের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন বুমরাহ ৷ সেখানে লেখেন, ‘ চললাম আবার ৷ ’

  Off again! ✈ #travellog

  A post shared by jasprit bumrah (@jaspritb1) on

  First published:

  Tags: BCCI, Cricket, England Tour, Jasprit Bumrah, London, Ravindra Jadeja, Test Series

  পরবর্তী খবর