India Lords Test : ফিরলেন ইশান্ত, লর্ডসে টস জিতে বল করবে ইংল্যান্ড
India Lords Test : ফিরলেন ইশান্ত, লর্ডসে টস জিতে বল করবে ইংল্যান্ড
বিরাট এবং রুট দুজনেই মরিয়া এই টেস্ট জিততে
England decides to bowl first at Lords. ব্যাটিং নিয়ে খুব চিন্তিত ছিলেন না ভারত অধিনায়ক বিরাট। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ব্যাটসম্যান বাড়তি রান করতে পারেন, তার থেকে বেশি প্রয়োজন যে বোলার উইকেট তুলে সাহায্য করতে পারবেন
#লন্ডন: নটিংহ্যাম টেস্টের পঞ্চম দিনে এসে ভাগ্যের কাছে ধাক্কা খেয়েছিল ভারত। টানা বৃষ্টিতে সেদিন একটা বলও খেলা যায়নি। হাতে ৯ উইকেট থাকায় সুবিধাজনক জায়গায় ছিল টিম ইন্ডিয়া। তাই সেদিন হাত কামড়ানোর ছাড়া উপায় ছিল না বিরাট, রবি শাস্ত্রীদের। বৃহস্পতিবার ক্রিকেটের মক্কায় ভারত যে জয়ের লক্ষ্যে নামবে তাতে সন্দেহ ছিল না। ভারতীয় জোরে বোলাররা প্রথম টেস্টে চমৎকার পারফরম্যান্স করেছেন৷স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা কোনও উইকেট পাননি কিন্তু ব্যাট হাতে অর্ধশতরান করেছিলেন৷ রিপোর্ট অনুযায়ি শার্দুল ঠাকুর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মার মধ্যে কাকে খেলানো হবে প্রশ্ন ছিল সেটা। রেকর্ড অনুযায়ী ইশান্ত শর্মার পাল্লা কিছুটা ভারি ছিল আগে থেকেই। বিরাট কোহলি স্বয়ং, চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানে রান না পেলেও দলের ব্যাটিং নিয়ে খুব চিন্তিত ছিলেন না ভারত অধিনায়ক।স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ব্যাটসম্যান বাড়তি রান করতে পারেন, তার থেকে বেশি প্রয়োজন যে বোলার উইকেট তুলে সাহায্য করতে পারবেন। তাছাড়া বিদেশের মাটিতে ইশান্ত শর্মার দীর্ঘ অভিজ্ঞতা একটা প্লাস ফ্যাক্টর তো বটেই। অশ্বিন ২০১৮ তে লর্ডস টেস্টে ১৭ ওভার বল করেছিলেন কিন্তু কোনও উইকেট পাননি তিনি৷ সেখানে ইশান্ত তিন টেস্টে ১২ টি উইকেট নিয়েছেন৷ ২০১৪ সালে ভারতের জয়ের নায়কও ছিলেন তিনি৷ময়ঙ্ক আগরওয়াল চোট পান৷ রাহুল সুযোগ পেয়েছিলেন৷ অনুশীলন ম্যাচে তিনি শতরান করেন৷ রাহুল কোহলিকে নিরাশ করেননি৷ তিনি ২১৪ বলে ১২ টি চারের সাহায্যে ৮৪ রান করেন ৷ অন্যদিকে ইংল্যান্ড স্টুয়ার্ট ব্রড চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছিলেন। সন্দেহ ছিল অ্যান্ডারসনকে নিয়ে।