IND vs SA, Ishan Kishan : ব্যাট হাতে ঝড় তুললেন ঈশান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল স্কোর ভারতের
IND vs SA, Ishan Kishan : ব্যাট হাতে ঝড় তুললেন ঈশান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল স্কোর ভারতের
দিল্লিতে ব্যাট হাতে ঝড় তুললেন ঈশান
Ishan Kishan brilliant 76 runs innings put India in huge total against South Africa. ব্যাট হাতে ঝড় তুললেন ঈশান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল স্কোর ভারতের
ভারত -২১১/৪নয়াদিল্লি:আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আরো পরিস্কার করে বললে ১৫ কোটি টাকার মূল্যের ভরসা দিতে পারেননি ঈশান কিষান। সমালোচনা বিস্তর হয়েছিল। এটাই স্বাভাবিক। কিন্তু আইপিএলের বাইরে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ফর্মে ফিরে এলেন ঈশান কিষান। বৃহস্পতিবার দিল্লির মাঠে ব্যাট হাতে ঈশান কিষান ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
৪৮ বলে করে গেলেন ৭৬ রান। ১১ টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি মারলেন। রাবাডা, নোকিয়া, প্রিটোরিয়াসদের বিরুদ্ধে দাপট দেখালেন। ১৩ নম্বর ওভারে কেশব মহারাজের বলে আউট হলেন। কিন্তু ওই ওভারে ২০ রান নিলেন। কাট, পুল, ড্রাইভ - বিভিন্ন শট খেলতে দেখা গেল তাকে। একটা সময় সুনীল গাভাসকার জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে ভাল পেসারদের সামনে চাপে পড়ে যাবেন ঈশান।
শর্ট বল খেলার বিরুদ্ধে তার দুর্বলতা ছিল। আজও যে দক্ষিণ আফ্রিকার পেসাররা তাকে শর্ট বল করেননি, এমন নয়। কিন্তু সব কিছু জবাব দিলেন ঈশান। একবার ছন্দ পেয়ে গেলে টপ অর্ডারের তিনি কতটা ভয়ংকর হতে পারেনি প্রমাণ রাখলেন ঈশান। বুঝিয়ে দিলেন আইপিএলের ব্যর্থতা ঝেড়ে ফেলে তিনি এখন ভারতের জন্য তৈরি।
তার কোচ উত্তম মজুমদার জানিয়েছিলেন ঈশান ফর্মে ফিরবেন তিনি নিশ্চিত। ভুলভ্রান্তি নিয়ে কথা হয়েছিল কোচর সঙ্গে। অন্যদিকে পরিণত অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। পিচে বল করে সহজে আসছিল না ব্যাটে। একটু থেমে থেমে আসছিল। শ্রেয়স ফিরে গেলেন ৩৬ করে বোল্ড হয়ে। এরপর পন্থ, হার্দিক পান্ডিয়া মিলে ভারতের রান দুশো পার করে দিলেন। তবে ছোট মাঠে এই রান ডিফেন্ড করতে গেলে ভারতীয় বোলারদের দায়িত্ব নিয়ে বল করতে হবে।
Published by:Rohan Chowdhury
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।