Irfan Pathan: ক্রিকেট ছেড়ে দিলেন ইরফান পাঠান

Irfan Pathan: ক্রিকেট ছেড়ে দিলেন ইরফান পাঠান
ইরফান পাঠান

টেস্টে ইরফানের মোট রান ১১০৫৷ একদিনের ম্যাচে তাঁর রান সংখ্যা ১৫৪৪৷ ইরফান পাঠান ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০১২ সালের অক্টোবরে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ৷

  • Share this:

#মুম্বই: সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ৩৫ বছর বয়সি ইরফান পাঠান৷ ২০০৩ সালে ভারতের এই বাঁ-হাতি পেসারের উত্থান৷ ব্যাটিংয়েও সাবলীল ছিলেন তিনি৷ ভারতের হয়ে খেলেছেন ২৯টি টেস্ট, ১২০টি একদিনের ম্যাচ ও ২৪টি আন্তর্জাতিক টি-২০৷ ৩০১টি উইকেট রয়েছে ইরফানের দখলে৷

টেস্টে ইরফানের মোট রান ১১০৫৷ একদিনের ম্যাচে তাঁর রান সংখ্যা ১৫৪৪৷ ইরফান পাঠান ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০১২ সালের অক্টোবরে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ৷ ২০০৩ সালে ভারতীয় দলের জার্সি পরার পরে অচিরেই তারকা হয়ে ওঠেন ইরফান৷ বাঁ-হাতি পেসে দুর্দান্ত স্যুইংয়ে, ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর ডেলিভারিতে পাক বোলার ওয়াসিম আক্রমকে খুঁজে পেতেন৷ ২০০৬ সালে করাচিতে ভারত-পাকিস্তান টেস্টে প্রথম ওভারেই সলমন বাট, ইউনিস খান ও মহম্মদ ইউসুফ৷ হ্যাট-ট্রিক৷ ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ইরফান পাঠান৷

২০০৮ সালে পারথ টেস্টেও ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন পাঠান৷ পরে বারবার চোট-আঘাত তাঁর কেরিয়ারে বাধা তৈরি করতে শুরু করে৷ ভারতীয় দল থেকে বাদ পড়ার পর ২০১৭ সালে আইপিএল-এ শেষবার মাঠে দেখা যায় ইরফানকে৷

এরপর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন৷ গত বছর শেষবার জম্মু-কাশ্মীরের হয়ে সইদ মুস্তাক আলি ট্রফি খেলেন তিনি৷

First published: January 4, 2020, 8:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर