#কলকাতা: ক্রিকেট ফ্যানরা আইপিএল ২০২২ (IPL 2022) নিয়ে মজে রয়েছেন৷ এর মধ্যেই ট্যুইটারে জোর যুদ্ধ বেধে গেছে৷ ইরফান পাঠান (Irfan Pathan) এবং অমিত মিশ্র (Amit Mishra) এবার বাইশ গজে বলের লড়াইতে মেতেছেন৷ পাঠানের ট্যুইট নিয়ে প্রথমে আলোচনা শুরু হয়েছিল, আর তাতে আলাদা মাত্রা দিয়েছে ইরফান পাঠান লড়াই৷ তাতে ভারত কিভাবে পৃথিবীর সবচেয়ে মহান দেশ হবে৷
ইরফান পাঠান ট্যুইট করে লেখে , ‘‘আমার দেশ, আমার সুন্দর দেশ, ক্ষমতা আছে পৃথিবীতে সেরা হওয়ার , কিন্তু...’’
My country, my beautiful country, has the potential to be the greatest country on earth.BUT………
— Irfan Pathan (@IrfanPathan) April 21, 2022
তবে হঠাৎ কী কার্যকারণে এই ট্যুইট তা অবশ্য খোলসা করেননি ভারতের প্রাক্তন তারকা বোলার৷ এবার ইরফান পাঠানের ট্যুইটের সূত্র ধরেই ট্যুইট করেন আরেক প্রাক্তন বোলার অমিত মিশ্র৷ অনেকেই ইরফান পাঠানের বাট- অর্থাৎ কিন্তু নিয়ে অনেকে উত্তর দিয়েছেন৷ তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর দিয়ে একেবারে ট্যুইটারে ঝগড়া সরগরম করে দিয়েছেন৷
ইরফান পাঠান ট্যুইটারে যেটা লিখেছেন সেটাকে অবশ্য রিট্যুইট বা তার উত্তর হিসেবেও লেখেননি৷ কিন্তু ঠারেঠোরে যে তাকেই উত্তর দিয়েছেন অমিত মিশ্র৷ অমিত মিশ্র লেখেন যে, ‘‘ "My country, my beautiful country, has the potential to be the greatest country on earth…..only if some people realise that our constitution is the first book to be followed"- অর্থাৎ আমার দেশ, আমার সুন্দর দেশ, সারা পৃথিবীতে সেরা হওয়ার ক্ষমতা রাখে, যদি কিছু মানুষ মনে রাখে আমাদের সংবিধান প্রথম বই যা মেনে চলা উচিত৷’’
My country, my beautiful country, has the potential to be the greatest country on earth…..only if some people realise that our constitution is the first book to be followed.
— Amit Mishra (@MishiAmit) April 22, 2022
ইরফান পাঠান ও অমিত মিশ্র হঠাৎ কেন এরকম ট্যুইটে ঝগড়া করছিলেন সেটা অবশ্য কেউ এখনও বুঝতে পারেনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Irfan Pathan