#চেন্নাই : ১৩ ম্যাচের ৯ টি জয় ,৪ টি হার ৷ সিএসকে -র এবারের প্লে অফের টিকিট পকেটে ৷ ৪ টি ম্যাচের যেগুলিতে হেরেছে সিএসকে তার দু‘টি ম্যাচে খেলেননি মহেন্দ্র সিং ধোনি ৷ অর্থাৎ মাহির অধিনায়কত্বে মাত্র দুটো ম্যাচ হেরেছে চেন্নাই ৷
১২ মরশুমের আইপিএলে ১০ বার খেলেছে চেন্নাই ৷ দু বছর নির্বাসনের কারণে খেলেনি এই দল ৷ এই ১০ বারই তারা প্লে অফের টিকিট পেয়েছে ৷ তাই এহেন দলের সমর্থক হবে না তো কোন দলের সমর্থক হবে ৷ তাই চেন্নাইয়ের শেষ হোমম্যাচ দেখতে গ্যালারি উপচে পড়েছিল ৷ ১০০ শতাংশ ফিট না হয়েও দর্শকদের মন আর দলের মান রাখার জন্য মাঠে নেমেছিলেন মাহি ৷ ব্যাট হাতে ফুলঝুরি, স্টাম্পের পিছনে জাদুকরী দেখানো মাহি ম্যাচ শেষেও মাঠে উপস্থিত দর্শকদের দিলেন গিফট ৷
আরও দেখুন - #IPL2019: উইকেটে সামনে এসে রায়নার রাস্তা আটকালেন পন্থ, দেখে নিন ভাইরাল ভিডিও
ম্যাচ শেষে গোটা মাঠে ভিকট্রি ল্যাপ দেওয়ার সময় তাঁর হাতে ছিল টেনিস ব্যাট ও বল ৷ সেই বলগুলি ব্যাট দিয়ে মেরে মাঠে পৌঁছে দিচ্ছিলেন তিনি ৷ একাধিক বল ছুঁড়ে দিচ্ছিলেন তিনি ৷ আর ধোনির ছোঁড়া বল তুলে নেওয়ার জন্য গোটা গ্যালারি জুড়ে উন্মাদনা ৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷
The @ChennaiIPL thanking their fans at the with a victory lap. pic.twitter.com/SRlFHSTzSk
— IndianPremierLeague (@IPL) May 1, 2019
আরও দেখুন#AnbuDen Thala! #WhistlePodu #Yellovepic.twitter.com/CJ8mxvW7Bc
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, Mahendra Singh Dhoni, Viral Video