#কলকাতা : শাকিব আল হাসান খেলছেন আইপিএলে ৷ এরমধ্যেই সুযোগ পেয়েছেন বিশ্বকাপের বাংলাদেশ দলে ৷ তবে বাংলাদেশের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে না খেলতে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷
এরইমধ্যে হঠাৎই ভাইরাল শাকিব ৷ সোশ্যাল মিডিয়ায় জুম্মার শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ এতে অবাক হওয়ার কিছুই নেই ৷ তাঁর ফ্যানরা অবাক হয়েছেন তাঁর লুক বদলে ৷
দিন দশেক আগে সোশ্যালে যে ছবি পোস্ট করেছেন তাতে তাঁকে সাধারণ চেনা লুকেই পাওয়া যাচ্ছে ৷ আর সেখানেই মাত্র দিন দশেকে-র মধ্যে এক মুখ দাড়ি ? সব মিলিয়ে নেটিজেনরা বেশ উৎসুক তাঁর লুক বদল নিয়ে ৷ কেউ কেউ যেমন তাঁর নয়া লুকের প্রশংসায় মজে ৷ ঠিক তেমনিই কেউ কেউ আবার বলেছেন শাকিব তো আঠা দিয়ে মিথ্যে দাড়ি লাগিয়েছেন ৷ তাই নিয়ে তাঁরা হাসির খোরাকও করছেন ৷
Photo Courtesy- Shakib Al Hassan/ Instagram
আরও দেখুন